আর্চারি বিশ্বকাপে দলগত বিভাগে বাংলাদেশের বিদায়
তুরস্কের আনতালইয়ায় গত ১৮ জুন থেকে শুরু হয়েছে আর্চারি বিশ্বকাপ। সেখানে রিকার্ভ পুরুষ দলগত বিভাগে জাপানের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ দল।
আজ (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হয় রিকার্ভ পুরুষ দলগত বিভাগের এলিমেনশন পর্ব। সেখানে জাপানের কাছে ১/১২ পর্বে হেরে যায় রুবেল, রাম ও সাগরের বাংলাদেশ দল।
এর আগে গতকাল দলটি ১৩তম অবস্থানে থেকে উঠে যায় এলিমিনেশন পর্বে। তবে এই পর্বের বাঁধা আর পেরোতে পারল না তারা। এদিকে নারীদের দুই দল ব্যক্তিগত ইভেন্ট ও মিশ্র বিভাগ এলিমিনেশন পর্বে উঠতে ব্যর্থ হয়।
জাপানকে অবশ্য এতো সহজে জিততে দেয়নি বাংলাদেশ। প্রথম সেটে জয় দিয়েই ম্যাচ শুরু করে সাগররা। তবে পরের সেট জিতে নেয় জাপান। পরের তৃতীয় সেটে ফের বাংলাদেশ জিতলে চতুর্থ ও শেষ সেটে সমতা ফেরায় জাপান। পরে টাইব্রেকারে যেয়ে ২৪-২৭ পয়েন্ট ব্যবধানে জিতে নেয় জাপানিজরা।