পুলিশ-বিকেএসপিকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন বিমান বাহিনী
স্বাধীনতা দিবস আর্চারিতে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ বিমান বাহিনী। রানার্সআপ বিকেএসপি। তৃতীয় হয়েছে পুলিশ আর্চারি ক্লাব।
৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস আর্চারি টুর্নামেন্ট আয়োজনের পর দিনই শুরু হয় স্বাধীনতা দিবস আর্চারি প্রতিযোগিতা। টঙ্গির আর্চারি ট্রেনিং সেন্টারে দুই দিনব্যাপী এই প্রতিযোগিতায় বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থা, বিকেএসপি, সার্ভিসেস সংস্থা ও ক্লাবসহ মোট ৮ টি দলের ৭৫ জন আরচ্যার অংশ নেয়। এর মধ্যে ছেলে ৩৩ জন ও মেয়ে ৪২ জন। আজ শেষ দিনে ছিল মেডেলের লড়াই।
ছয়টি ইভেন্টের মধ্যে বিমান বাহিনী তিনটি স্বর্ণ, দুটি রৌপ্য ও দুটি ব্রোঞ্জসহ মোট সাতটি পদক জিতে চ্যাম্পিয়ন হয়েছে। বিকেএসপি দুটি স্বর্ণ, দুটি রৌপ্য ও চারটি ব্রোঞ্জসহ মোট আটটি পদক জিতেছে। পুলিশ আর্চারি ক্লাব জিতেছে একটি স্বর্ণ।
পুরুষ রিকার্ভ ইভেন্টে প্যারিস অলিম্পিকে খেলে আসা বিকেএসপির সাগর ইসলাম স্বর্ণ জিতেছেন। ফাইনালে তিনি হারিয়েছেন একই দলের আব্দুর রহমান আলিফকে। নারীদের এই ইভেন্টে পুলিশ আরচ্যারী ক্লাবের ইতি খাতুন জিতেছেন স্বর্ণ। টিম ব্লেজার বিডির তৈয়বা আক্তার রৌপ্য পদক পেয়েছেন। পুরুষ কম্পাউন্ড ইভেন্টের ফাইনালে বিমান বাহিনীর হিমু বাছার বিজিবির নেওয়াজ আহমেদ রাকিবকে হারিয়েছেন। আর নারীদের খেলায় বিমান বাহিনীর বন্যা আক্তার হারিয়েছেন একই দলের পুষ্পিতা জামানকে। রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে বিকেএসপির আরোভী আক্তার ও আব্দুর রহমান আলিফ জুটি স্বর্ণ জিতেছেন। আর কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে
বিমান বাহিনীর বন্যা আক্তার ও হিমু বাছার জুটি জিতেছেন স্বর্ণ।
সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল। এ সময় উপস্থিত ছিলেন আর্চারি ফেডারেশনের কোষাধ্যক্ষ আনিসুর রহমান, ফেডারেশনের ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটির আহবায়ক ফারুক ঢালী, কার্যনির্বাহী কমিটির সদস্য সোহেল আকরাম ও ফজলুর রহমান মুকুল।