ব্রাজিলকে রুখে দিল কলম্বিয়া
শুরুটা যেভাবে ছিল, শেষটা সেভাবে হলো না ব্রাজিলের। কলম্বিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে দলটা।
ম্যাচটা জিতলে ব্রাজিলই হয়ে যেত ডি গ্রুপের সেরা দল। তবে কাজটা সহজ ছিল না। কলম্বিয়া যে হারে না সেই ২০২২ সালের পর থেকে!
তাদের এমন অপরাজেয় যাত্রার প্রমাণটা আজও রেখেছে ম্যাচে। স্যান ফ্র্যান্সিসকোর লেভিস স্টেডিয়ামে আজ ম্যাচের শুরু থেকেই ব্রাজিলের ওপর ছড়ি ঘুরিয়েছে কলম্বিয়া। বলের দখলে সামান্য পিছিয়ে থাকলেও, প্রতিপক্ষ গোলমুখে শট, অন টার্গেট শটসহ বাকি সব দিক থেকেই এগিয়ে ছিল দলটা। হামেস রদ্রিগেজের ফ্রি কিক ক্রসবারে লেগে না গেলে লক্ষ্যভ্রষ্ট না হলে ম্যাচের শুরুর দশ মিনিটেই এগিয়ে যেতে পারত দলটা।
তার আগে ভিনিসিয়াস হলুদ কার্ড দেখেন প্রতিপক্ষকে ফাউল করে। যার ফলে তিনি ব্রাজিলের হয়ে কোয়ার্টার ফাইনালে খেলতে পারবেন না।
ম্যাচের ১২ মিনিটে ফ্রি কিক পায় ব্রাজিল। সেখান থেকে রাফিনিয়া গোল করে এগিয়ে দেন ব্রাজিলকে।
এরপর ফ্রি কিক থেকে এক বার ব্রাজিলের জালে বল জড়িয়েছিল কলম্বিয়াও। তবে কর্নার নেওয়ার সময় দাভিনসন সানচেজ অফসাইডে ছিলেন, তাই দীর্ঘ ভিএআর যাচাইয়ের পরেও গোলটা পায়নি কলম্বিয়া। লিড টিকে থাকে ব্রাজিলেরই।
কলম্বিয়া একটা গোলের জন্য ব্রাজিলের ওপর চাপ সৃষ্টি করেই গেছে এরপর। হামেস রদ্রিগেজের ফ্রি কিক ঠেকান অ্যালিসন বেকার। তবে বিরতির আগে দানিয়েল মুনোজের শটটা ঠেকাতে পারেননি তিনি।
দারুণ দুই পাসে ব্রাজিলের রক্ষণ ভেঙে বলটা মুনোজের পায়ে দেন জন করদোবা। গোলরক্ষককে একা পেয়ে গোল করতে ভুল করেননি তিনি। ফলে বিরতির ঠিক আগে সমতা ফেরায় কলম্বিয়া।
ম্যাচে গোল হয়েছে ওই দুটিই। তবে দ্বিতীয়ার্ধের একটা বড় সময় ধরে কলম্বিয়া আধিপত্য কেবল বাড়িয়েছেই! এই সময়ে ব্রাজিল শটই নিতে পারেনি আর। কলম্বিয়ার সামনে জয়ের সুযোগ এসেছিল।
৮৫ মিনিটে রাফায়েল বোরে ব্রাজিল গোলরক্ষক অ্যালিসনকে অনেকটা একা পেয়েও বলটা লক্ষ্যে রাখতে পারেননি। ফলে ম্যাচটা শেষ হয় ১-১ সমতায় থেকে। কোপা আমেরিকার ডি গ্রুপ থেকে শীর্ষ দল হিসেবে কোয়ার্টারে যায় কলম্বিয়া, আর ব্রাজিল যায় রানার্স আপ হিসেবে।