বাংলাদেশের ওয়ানডে দলে ১৫ বছরের কিশোরী

বাংলাদেশের ওয়ানডে দলে ১৫ বছরের কিশোরী

ঘরের মাঠে পাকিস্তানের মেয়েদের ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হারিয়েছে বাংলাদেশ। এবার ওয়ানডে সিরিজে মাঠে নামার পালা। তার আগে তিন ম্যাচ সিরিজের জন্য ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। যেই দলে চমক ১৫ বছরের কিশোরী নিশিতা। প্রথমবারের মতো জাতীয় দলের স্কোয়াডে জায়গা হয়েছে এই অফ স্পিনারের। তার সঙ্গে সবশেষ টি-টোয়েন্টি সিরিজ খেলা ১৮ বছর বয়সী তরুণী সুমাইয়াকেও রাখা হয়েছে স্কোয়াডে।

এর আগে সবশেষ ঘরের মাঠে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ১-১ সমতায় শেষ করেছিল নিগার সুলতানার দল। সেই দল থেকে একমাত্র ক্রিকেটার হিসেবে বাদ পড়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার লতা মণ্ডল। এছাড়াও এই সিরিজে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে সালমা খাতুন, শরিফা খাতুন ও শারমিন আক্তারকে।

পাকিস্তানের বিপক্ষে এই সিরিজটি আইসিসি মহিলা ২০২২-২৫ চ্যাম্পিয়নশিপ চক্রের অংশ হওয়ায় বেশ গুরুত্বপূর্ণ। কেননা, এই চক্রে এখন পর্যন্ত ৯টি ম্যাচ থেকে মাত্র একটিতে জয় পেয়ে টেবিলের ৯ নম্বরে অবস্থান বাংলাদেশের। অন্যদিকে ১২ ম্যাচের মধ্যে ৬টিতে জয় তুলে চতুর্থ স্থানে রয়েছে পাকিস্তান। অন্যদিকে নয় ম্যাচের সাতটিতে জয় তুলে টেবিলের শীর্ষে অবস্থান ভারতের।

উল্লেখ্য, চট্টগ্রামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জেতার পর এবার ঢাকায় হবে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো। মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে যা অনুষ্ঠিত হবে আগামী ৪, ৭ ও ১০ নভেম্বর।


বাংলাদেশ দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক পিংকি, শামিমা সুলতানা, সোবহানা মোস্তারি, রিতু মনি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, রাবেয়া খাতুন, মারুফা আক্তার, দিশা বিশ্বাস, মুর্শিদা খাতুন, সুমাইয়া আক্তার, নিশিতা আক্তার নিশি, সুলতানা খাতুন।

স্ট্যান্ডবাই: সালমা খাতুন, শরিফা খাতুন, শারমিন আক্তার সুপ্তা।

সম্পর্কিত খবর