কোয়ার্টারে আর্জেন্টিনার প্রতিপক্ষ সেই ফ্রান্স
শেষ কয়েক বছরে ফ্রান্স আর আর্জেন্টিনার দ্বৈরথটা মাঠ আর মাঠের বাইরে যেন বাড়তি উত্তাপ ছড়ায়। বিশেষ করে ২০২২ বিশ্বকাপ ফাইনালের পর থেকে তা যেন পেয়ে গেছে বাড়তি মাত্রা। সেই দুই দল আরও একবার বিশ্বমঞ্চে মুখোমুখি। অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে একে অপরের বিপক্ষে খেলবে ফ্রান্স আর আর্জেন্টিনা।
এই সুযোগটা এসেছে মূলত আর্জেন্টিনা গ্রুপ রানার্স আপ হয়ে বসায়। যত গোল পাকিয়েছে মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচটা। সে ম্যাচে নাটকীয়ভাবে বাতিল হওয়া গোলের কারণে ম্যাচটা ২-১ ব্যবধানে হেরেছে আর্জেন্টিনা। এরপরের দুই ম্যাচ জিতেছে দলটা, প্রত্যেকটা ২ গোলের ব্যবধানে।
ওদিকে দ্বিতীয় ম্যাচে হারলেও মরক্কো শেষ ম্যাচে ইরাকের বিপক্ষে জিতেছে ৩-০ গোলে। ফলে +৩ করে দুই দলেরই গোল ব্যবধান ছিল। পয়েন্ট, গোল ব্যবধান দুটোই সমান ছিল দুই দলের। তাই নিয়ামক হয়ে দাঁড়ায় হেড টু হেডের হিসাব। যাতে মরক্কো এগিয়ে ছিল। তাই বি গ্রুপের সেরা দল হয়ে মরক্কানরা চলে যায় পরের রাউন্ডে।
ওদিকে এ গ্রুপের শীর্ষে থাকা ফ্রান্স প্রত্যেক ম্যাচেই জয় নিয়ে এসেছে কোয়ার্টারে। যার ফলে এই ম্যাচের ফেভারিটও ধরা হচ্ছে কোচ থিয়েরি অঁরির দলকে।
২০১৮ বিশ্বকাপ জেতার পর তাদের এক বিখ্যাত গানে আর্জেন্টিনাকে খোঁচা দিয়েছিল ফ্রান্স, সেবার যে দ্বিতীয় রাউন্ডে তাদের হারিয়েছিল ফরাসিরা। এরপর ২০২২ বিশ্বকাপের ফাইনালে সেই ফ্রান্সকে হারানোর পর সে খোঁচা সুদে আসলে ফিরিয়ে দিয়েছে আর্জেন্টিনা। এমনকি ২০২৪ কোপা আমেরিকা জয়ের পরেও খোঁচা দিয়েছে ফ্রান্সকে। যা নিয়ে শেষ কিছু দিনে কম তোলপাড় হয়নি।
সেই দুই দল আরও একবার বৈশ্বিক আসরে মুখোমুখি। এবার এই লড়াই মাঠে বা মাঠের বাইরে কোন ‘কীর্তির’ জন্ম দেয় তাই এখন দেখার বিষয়।