টিকে থাকলো ব্রাদার্স, নেমে গেল পারটেক্স-শাইনপুকুর
গ্রুপ পর্ব শেষে পয়েন্ট টে বিলে ব্রাদার্স ইউনিয়ন লিমিটেডের অবস্থান ছিল ১১ তে। তাই দলটিকে খেলতে হয়েছে রেলিগেশন লিগ যেখানে তাদের দুই প্রতিপক্ষ পারটেক্স স্পোর্টিং ক্লাব ও শাইনপুকুর ক্রিকেট ক্লাব। তবে এই দুই দলকে হারিয়ে প্রিমিয়ার লিগের টিকিট পেল ব্রাদার্স।
প্রিমিয়ার লিগে রেলিগেশনের ম্যাচে আজ বৃহস্পতিবার পারটেক্স ও ব্রাদার্সের ম্যাচটি ছিল অঘোষিত ফাইনাল। যারা জিতবে তারাই টিকিটি পাবে শীর্ষ লিগে খেলার। আর হারলে ছিটকে যেতে হবে প্রথম বিভাগে। তবে শেষ হাসি হাসলো ব্রাদার্সই। পারটেক্সকে ১১৩ রানে হারিয়ে ব্রাদার্স জায়গা করে নিলো প্রিমিয়ার লিগে।
মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে ব্রাদার্সকে দুর্দান্ত শুরু এনে দেন মাহফিজুল ও মাইশুকুর রহমান। গড়েন ১২০ রানের উদ্বোধনী জুটি। মাহফিজুল করেন ৯৮ রান আর অধিনায়ক মাইশুকুর করেন ৫০ রান। শেষে মিজানুর রহমানের ৪২ ও আইচ মোল্লার ৪৮ রানে ২৯৪ রান করে ব্রাদার্স।
২৯৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় পারটেক্স। সতীর্থদের আসা যাওয়ার মাঝে এক প্রান্ত ধরে রাখেন আদিল। ২ ছক্কা ও ৯ চারে ৭৪ বলে ৮৫ রানের ইনিংস খেলেন এই ওপেনার। আর কেউ তাকে সঙ্গ দিতে পারেননি। আর তাতেই ১৮১ রানেই অলআউট হয় পারটেক্স।
এই জয়ে ১৩ ম্যাচে মোট ৯ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগে টিকে গেছে ব্রাদার্স। সমান ম্যাচে পারটেক্স ৮ ও শাইনপুকুর ক্রিকেট ক্লাব ২ পয়েন্ট পেয়ে প্রথম বিভাগে নেমে গেছে। আর প্রথম বিভাগ থেকে প্রিমিয়ার লিগে উন্নীত হয়েছে ঢাকা লেপার্ডস ও সিটি ক্লাব।