বিশ্বজয়ী আর্জেন্টাইনের দাম উঠল ১২১৬ কোটি টাকা
আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা হুলিয়ান আলভারেজ ম্যানচেস্টার সিটি ছেড়ে যাচ্ছেন, এমন একটা গুঞ্জন বেশ কিছু দিন ধরেই শোনা যাচ্ছিল। তবে শেষমেশ সে গুঞ্জন সত্যি হচ্ছে। তাকে ম্যানচেস্টার সিটি থেকে দলে ভেড়াচ্ছে স্প্যানিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদ। তাকে দলে টানতে রোহিব্ল্যাঙ্কোদের খরচ করতে হবে প্রায় ৯৫ মিলিয়ন ইউরো, যা বাংলাদেশি টাকায় ১২১৬ কোটি টাকার কাছাকাছি।
ম্যানচেস্টার সিটিতে গেল ২০২২ এর জানুয়ারিতে যোগ দিয়েছিলেন আলভারেজ। রিভারপ্লেট থেকে তাকে দলে ভেড়াতে সিটিকে খরচ করতে হয়েছিল মোটে ১৪ মিলিয়ন ইউরো। তবে তিনি সিটিতে যাওয়ার পর মাঠে খুব একটা সুযোগ পাননি। যে টুকু সময় তিনি পেয়েছেন, তাতেই তিনি জাত চিনিয়েছেন, করেছেন কিছু অমূল্য গোল।
সিটিতে যোগ দেওয়ার পর থেকে এখন পর্যন্ত তিনি জিতেছেন দুটো প্রিমিয়ার লিগ, একটা এফএ কাপ। সিটি যে অধরা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাটা জিতল, তাতেও বড় অবদান আছে তার। এরপর তিনি ক্লাব বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন, দলকে জিতিয়েছেন শিরোপা। ফলে সিটির জার্সিতে বিশেষ কিছু জেতা বাকি নেই তার।
এবার তার সামনে নতুন চ্যালেঞ্জ। দীর্ঘ শিরোপা খরায় ভোগা আতলেতিকোকে শিরোপা জেতানোর মিশনে নামতে হবে তাকে। দলটি থেকে অধিনায়ক আলভারো মোরাতা যোগ দিয়েছেন এসি মিলানে। ফলে মূল স্ট্রাইকার হিসেবেই তাকে মাঠে নামতে হবে। তার মাঠের সময় নিয়ে আক্ষেপটা এবার ঘুচল বলে!