আর্জেন্টিনা প্রেসিডেন্টের দাবী, মেসির বাড়ি ধ্বংস করছে স্পেনের কমিউনিস্টরা
বার্সেলোনায় খেলার সুবাদে জীবনের বেশিরভাগ সময় কেটেছে স্পেনেই। কাতালান ক্লাবেই তার বেড়ে ওঠা এবং বিশ্ব তারকার বনে যাওয়া। সেই স্পেনের ইবিজায় নিজস্ব বাড়িও আছে লিওনেল মেসির। ইবিজা ম্যানশন নামের এই আর্জেন্টাইন মহাতারকার বাড়িতে দিন দুয়েক আগে হামলা চালিয়েছে কতিপয় আন্দোলনকারীরা। সেটির প্রতিবাদ জানিয়েছেন খোদ আর্জেন্টিনা প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। তাঁর মতে, মেসির বাড়ি ধ্বংস করছে স্পেনের কমিউনিস্টরা।
ইবিজায় মেসির সেই বাড়িতে মঙ্গলবার আন্দোলনকারীরা মেসির বাড়িতে স্প্রে দিয়ে এটি লিখে যান, ‘ধনীরা নিপাত যাক’।
এদিকে একই দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যায়, আন্দোলনকারী সংগঠনের দুই সদস্য একটি ব্যানার নিয়ে সেই বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন। সেই ব্যানারে লেখা- ‘বিশ্বকে বাঁচান, ধনীদের প্রতিরোধ করুন এবং পুলিশ সরিয়ে নিন।’
এর দুদিন বাদেই সেই হামলার খবর নিয়ে প্রতিবাদ জানিয়েছেন আর্জেন্টাইন প্রেসিডেন্ট। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক বিবৃতিতে মিলেই বলেন, ‘স্পেনে কমিউনিস্টরা জলবায়ু পরিবর্তনের অবসান ঘটাতে ধনীদের হত্যা করতে লিওনেল মেসি এবং তার বাড়ি ধ্বংস করে ফেলেছে। এই কাপুরুষোচিত কাজের প্রতিবাদ জানিয়ে আমি মেসির পরিবারের প্রতি সংহতি জানাচ্ছি।’
এছাড়া স্থানীয় সরকারের কাছে মেসির বাড়িসহ আর্জেন্টাইন নাগরিকদের নিরাপত্তাও চেয়েছেন মিলেই। ‘পেদ্রো সানচেজের সরকারের কাছে আমি স্পেনে বসবাসরত আর্জেন্টাইন নাগরিকদের নিরাপত্তার নিশ্চয়তা চাচ্ছি। কমিউনিজম হচ্ছে সফলদের প্রতি হিংসা, ঘৃণা এবং বিরক্তি দ্বারা চালিত আদর্শ। মুক্ত এবং সভ্য পৃথিবীতে এর কোনো স্থান নেই।’