বাংলাদেশে বিশ্বকাপ না হওয়ায় দুঃখ পেয়েছেন ইংলিশ অধিনায়ক

বাংলাদেশে বিশ্বকাপ না হওয়ায় দুঃখ পেয়েছেন ইংলিশ অধিনায়ক

আয়োজক হিসেবে থাকলেও মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। তাতে বাংলাদেশের ক্রিকেটার এবং ভক্তরা যেমন দুঃখ পয়েছেন, তেমনি দুঃখ পেয়েছেন ইংল্যান্ড নারী দলের অধিনায়ক হিদার নাইটও।

সম্প্রতি এক বার্তায় তিনি বলেছেন, ‘এটা অবশ্যই দুঃখজনক যে বাংলাদেশের মেয়েরা তাদের মাটিতে বিশ্বকাপ খেলতে পারবে না। তবে কন্ডিশন কাছাকাছিই হবে। কিন্তু এটাই হয়তো সঠিক সিদ্ধান্ত। এ নিয়ে কিছু করার নেই। অবশ্যই নিরাপত্তার মতো বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

বাংলাদেশে বিশ্বকাপ না হওয়ায় ইংলিশ অধিনায়ক যেটা সবচেয়ে বেশি মিস করবেন সেটা বাংলাদেশের দর্শক। দশ বছর আগে সিলেটে যেমন দর্শক পেয়েছেন, সেটা বিমোহিত করেছে তাকে। স্মরণ করিয়ে দিলেন দর্শকরাই খেলার প্রাণ। 

তিনি বলেন, ’ভিন্ন কিছুই হতে যাচ্ছে। বাংলাদেশে অবশ্যই অনেক বেশি দর্শক থাকতো। ২০১৪ সালে সেখানে খেলে দেখেছি। আমাদের ম্যাচে অনেক দর্শক দেখেছি, বিশেষ করে সিলেটে। এটা আমাদের জন্য স্বাভাবিক ঘটনা হয়ে গিয়েছিলো। আমরা এটি নিয়ে কথা বলবো। তবে এটা বিশ্বকাপ, এ নিয়ে উজ্জীবিত হতে এটাই যথেষ্ট।’

আগামী তিন অক্টোবর থেকে শুরু হবে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। বাংলাদেশের বিপক্ষে ইংলিশদের ম্যাচ পাঁচ অক্টোবর।

সম্পর্কিত খবর