চলতি বছর টেস্ট ক্রিকেট খেলবেন না রশিদ
সবশেষ ২০২১ সালের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে লাল বলের ক্রিকেটে মাঠে নেমেছিলেন আফগান তারকা অলরাউন্ডার রশিদ খান। এরপর জাতীয় দলের হয়ে একাধিক ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ এবং ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা হলেও টেস্ট ফরম্যাটে খেলেননি রশিদ। এরপর তো চোটে পড়ে পিঠে অস্ত্রোপচার হওয়ার কারণে ক্রিকেটের দীর্ঘ ফরম্যাট থেকে তাকে দূরে থাকতে পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
২০২৩ সালে রশিদের পিঠে অস্ত্রোপচার করানোর পর পুনর্বাসন প্রক্রিয়া শেষে সেরে ওঠেন তিনি। এরপর টি–টোয়েন্টি ও ওয়ানডে ফরম্যাটে ফেরত এসে দারুণ পারফর্মও করে দেখান। তবে টেস্ট বা বড় দৈর্ঘ্যর ম্যাচ খেলার মতো ফিটনেস না থাকায় লাল বলের ক্রিকেট থেকে দূরে ছিলেন তিনি।
আশা করা হচ্ছিল যে আগামী সেপ্টেম্বরে কিউইদের বিপক্ষে একমাত্র টেস্ট দিয়ে এই সংস্করণে মাঠে ফিরবেন রশিদ। কিন্তু সেপ্টেম্বর তো দূরের কথা, নভেম্বর-ডিসেম্বরেও টেস্ট খেলার মতো শারীরিক অবস্থায় থাকার সম্ভাবনা ক্ষীণ তার। গতকাল (শুক্রবার) আফগানিস্তান ক্রিকেট বোর্ড থেকেই নিশ্চিত করা হয়েছে, আরও অন্তত তিন মাস রশিদকে টেস্টে পাওয়া যাবে না।
বোর্ডের প্রধান নির্বাহী নসিব খান ক্রিকবাজকে জানিয়েছেন, ‘রশিদ খানের পিঠে অস্ত্রোপচারের পর চিকিৎসকেরা তাকে এক বছর বড় দৈর্ঘ্যর ক্রিকেট থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন। আমরা আশা করছি ডিসেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে তাকে পাওয়া যাবে।’
২০১৮ সালে টেস্ট ফরম্যাটে অভিষেক হয় এই আফগান তারকার। এখন পর্যন্ত আফগানিস্তান এই সংস্করণে মোট ৯টি ম্যাচ খেলেছে, যার মধ্যে রশিদ খেলেছেন প্রথম ৫টিতে। উল্লেখ্য যে, ২০২১ সালের মার্চে রশিদের শেষ টেস্ট ম্যাচ খেলার পর আফগানিস্তান চারটি টেস্টের তিনটিতেই হারের মুখ দেখেছে।
ভারতের গ্রেটার নয়ডায় আগামী ৯ থেকে ১৩ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলবে আফগানিস্তান। এরপর সংযুক্ত আরব আমিরাতে ১৮ থেকে ২২ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সাদা বলের ফরম্যাটে রশিদ দলে থাকলেও টেস্টে যে তাকে দেখা যাবেনা এটা নিশ্চিতই বলা যায়।