বিগ ব্যাশে ডাক পেলেন রিশাদ

বিগ ব্যাশে ডাক পেলেন রিশাদ

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশ। জমজমাট এই টুর্নামেন্টে এবার ডাক পেলেন টাইগার স্পিনার রিশাদ হোসেন। বিগ ব্যাশের ১৪তম আসরে তিনি খেলবেন হোবার্ট হারিকেন্সের হয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম্যান্সের পর রিশাদ ডাক পেয়েছিলেন কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতেও। তবে ভিসা জটিলতায় খেলতে পারেননি।

এখন পর্যন্ত বিগ ব্যাশ খেলা একমাত্র বাংলাদেশী ক্রিকেটার সাকিব আল হাসান। ২০১৪ সালে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে দুইটা ম্যাচ আর ২০১৫ সালে মেলবোর্ন রেনেগেডসের হয়ে চারটা ম্যাচ খেলেছিলেন তখনকার বিশ্বসেরা অলরাউন্ডার।

বিশ্বকাপে সাত ইনিংসে ১৩.৮৫ গড়ে, পৌনে আট ইকোনমিতে ১৪ উইকেট শিকার করেছিলেন এই লেগ স্পিনার। ছিলেন সর্বোচ্চ উইকেট শিকারির দৌড়েও। বড় ভূমিকা রেখেছেন বাংলাদেশের জেতা তিনটা ম্যাচেই। এবার সেটারই পুরষ্কার পাচ্ছেন।

শুধু বল হাতেই নয়, ব্যাট হাতেও বেশ ভালোই একটা বছর পার করছেন এই লোয়ার অর্ডার। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে ৩০ বলে ৫৩; ওয়ানডেতে ১৮ বলে অপরাজিত ৪৮ এবং ভারতের বিপক্ষে বিশ্বকাপে ১০ বলে ২৪, এই ইনিংসগুলো দিয়ে হার্ড-হিটার হিসেবেও আস্থা রাখছেন। সবমিলিয়ে শুধু বোলার হিসেবেই নয়, রিশাদ এখন বোলিং অলরাউন্ডার হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করছেন। সেটারই পুরষ্কার পাচ্ছেন।

রিশাদ ছাড়াও বিগ ব্যাশের ড্রাফটে নাম দিয়েছিলো আরও নয় ক্রিকেটার। তাদের মধ্যে আছেন ব্যাটার জাকের আলী অনিক, রনি তালুকদার, তানজিদ তামিম এবং শামীম পাটোয়ারী। নাম দিয়েছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। একমাত্র স্পিনার ছিলেন তাইজুল ইসলাম। পেসারদের মাঝে হাসান মাহমুদ এবং তানজিম সাকিব। এছাড়াও নারী ক্রিকেটারদের মাঝে আছেন পেসার জাহানারা আলম।

সম্পর্কিত খবর