রাবেয়াকে অধিনায়ক করে শ্রীলঙ্কার সফরে বাংলাদেশের দল ঘোষণা
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে চলতি মাসেই শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ নারী এ দল। এ দলের মোড়কে জাতীয় দলের বেশিরভাগ ক্রিকেটারই। সেই সফরকে সামনে রেখেই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সপ্তাহখানেক আগে এক সাক্ষাৎকারে বিসিবির নারী বিভাগের হেড অব অপারেশনস হাবিবুল বাশার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে জানিয়েছিলেন, ‘যাদের নিয়ে বিশ্বকাপের পরিকল্পনা করব, তাদের নিয়েই এ দলটা সাজাব।’
ইঙ্গিতটা তো সেখানেই পাওয়া গিয়েছিল যে, এ দলের মোড়কে বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতেই শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ। শেষ পর্যন্ত হাবিবুল বাশারের সেই কথাই হলো সত্যি। দলে জ্যোতি-নাহিদারা ছাড়াও আছেন জাতীয় দলের প্রায় সব ক্রিকেটারই।
তবে নেতৃত্বে এসে ভিন্নতা। শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ এ দলের অধিনায়ক থাকবেন রাবেয়া খান। ১৯ বছর বয়সী এই লেগ স্পিনারের কাছে নেতৃত্বটা মূলত জ্যোতির উত্তরসূরি বেছে নেওয়ার একটি প্রক্রিয়া হিসেবে ভাবা যায় আপাতত।
শ্রীলঙ্কার সফরের এই দল থেকেই সম্ভাব্য দেখা মিলবে বাংলাদেশের বিশ্বকাপ দলের বড় অংশের। শ্রীলঙ্কা সফরে এই দলে নিয়মিতদের মধ্যে নেই কেবল রুমানা আহমেদ। এদিকে দলটিতে গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে দেখা মিলল শামীমা সুলতানার। আট মাসের বেশি সময় ধরে তিনি আছেন জাতীয় দলের বাইরে। এতেই বিশ্বকাপ দিয়ে বাংলাদেশের জার্সিতে ফেরার দারুণ এক সুযোগ পেলেন শামীমা।
সফরে পাঁচটি টি-টোয়েন্টি ছাড়াও দুটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ এ দল। যেখানে শুরুটা ওয়ানডে সিরিজ দিয়েই। পেনাগোডায় প্রথম ওয়ানডে ম্যাচ ৮ সেপ্টেম্বর, পরের ম্যচাতি কলম্বোতে ১০ সেপ্টেম্বর। টি-টোয়েন্টি সিরিজ শুরু আগামী ১২ সেপ্টেম্বর।
শ্রীলঙ্কার সফরের জন্য বাংলাদেশ এ দল:
রাবেয়া খান (অধিনায়ক), মুর্শিদা খাতুন, স্বর্ণা আক্তার, সোবহানা মোস্তারি, রিতু মনি, নাহিদা আক্তার, নিগার সুলতানা জ্যোতি, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, দিলারা আক্তার, তাজ নেহার, সাবিকুন নাহার জেসমিন, শামিমা সুলতানা।