লিটনের সেঞ্চুরির পর যা বললেন তার স্ত্রী
রাওয়ালপিন্ডি টেস্টের আজ তৃতীয় দিনের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় মাত্র ২৬ রানেই তারা হারায় ৬টি উইকেট। সেখান থেকে লিটন দাস ও মেহেদী হাসান মিরাজের জুটিতে ভর করেই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। মিরাজ সাজঘরে ফিরলেও লিটন টিকে থাকেন উইকেটে। নিজের সেঞ্চুরিও তুলে নিয়েছেন এই টাইগার ব্যাটার।
ব্যাটিং ধ্বসের এই দিনে লিটনের এই দারুণ ব্যাটিং পারফরম্যান্সটাই যেন প্রয়োজন ছিল বাংলাদেশের। লাল বলের ফরম্যাটে এটি ছিল লিটনের চতুর্থ সেঞ্চুরি এবং পাকিস্তানের বিপক্ষে এটি ছিল তার দ্বিতীয় সেঞ্চুরি।
দলের প্রয়োজনে নিজের সেরাটাই যেন মাঠে ঢেলে দিচ্ছেন লিটন। অনেকদিন ধরেই ফর্মহীন থাকার পর আজ স্বামীর এই সাফল্যের পর বেশ খুশি তার পরিবার। সেঞ্চুরির পর খুশি হয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ছবি পোস্ট করেছেন লিটনের তার স্ত্রী দেবশ্রী বিশ্বাস সঞ্চিতা।
সেই পোস্টে মেয়ের সঙ্গে লিটনের একটি ছবি শেয়ার করে সঞ্চিতা লিখেছেন- অভিনন্দন আনায়রার বাবা। আমরা তোমাকে ভালোবাসি।
দারুণ ব্যাটিং পারফরম্যান্সের এই দিনে লিটনের হাত ধরেই নতুন এক রেকর্ডের খাতায় নাম লিখিয়েছে বাংলাদেশ। ১৪৭ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে এবারই প্রথমবার এমন হলো, যেখানে ৫০ রানের কমে ষষ্ঠ উইকেট হারানোর পর সপ্তম উইকেটে মিরাজকে নিয়ে ১৬৫ রানের সবচেয়ে বড় জুটি বাঁধলেন লিটনই।