বিসিবি থেকে পদত্যাগ করলেন নাইমুর রহমান দুর্জয়
বিসিবির এর আগে কমিটি থেকে এখন পর্যন্ত পদত্যাগ করেছেন নাজমুল হাসান পাপন এবং জালাল ইউনুস। সেই জায়গাতেই নতুন সভাপতি হয়ে এসেছেন ফারুক আহমেদ এবং নাজমুল আবেদীন ফাহিম। তবে পদত্যাগের সেই তালিকায় যোগ হলো আরও এক নাম। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবির) পরিচালনা পর্ষদ থেকে এবার পদত্যাগ করলেন নাইমুর রহমান দুর্জয়।
দেশের শীর্ষসারির এক গণমাধ্যমে মুঠোফোন যোগে নিজের পদত্যাগের বিষয়টি জানিয়েছেন দেশের সাবেক এই অধিনায়ক। সাবেক সভাপতি পাপনের বোর্ড থেকে নির্বাচিত পরিচালকদের মধ্যে দুর্জয়ই প্রথম জমা দিলেন নিজের পদত্যাগ পত্র।
সেই প্রসঙ্গে দুর্জয় জানান, ‘ব্যক্তিগত কারণে আমি বিসিবির পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছি। গতকাল রাতে আমি বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছি।’
সবশেষ ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই গা ঢাকা দিয়ে আছেন বিসিবির বেশিরভাগ পরিচালক। যেই তালিকায় ছিলেন দুর্জয়ও। এমনকি অনুপস্থিত ছিলেন বিসিবির সবশেষ বোর্ড সভায়। এর মধ্যে একটি জরুরি সভা থাকায় পরবর্তী দুটি বোর্ড সভায় সেই পরিচালকরা অনুপস্থিত থাকলে স্বয়ংক্রিয়ভাবে সেই পদগুলো হয়ে যাবে শূন্য। তবে এমন কিছু হওয়ার আগেই নিজের অবস্থান পরিষ্কার করলেন দুর্জয়।
এছাড়া মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়ের বিরুদ্ধে দুর্নীতি করে দেশে-বিদেশে অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) অনুসন্ধান শুরু করেছে। এমন অভিযোগও আছে, ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিভিন্ন দুর্নীতি ও অনৈতিক কার্যক্রমসহ নানাবিধ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে তিনি অবৈধভাবে আরিচা নৌ-টার্মিনালের নিকটবর্তী বিআইডব্লিউটি এর জমি দখলপূর্বক আত্মসাত করেছেন। তার আত্মীয়-স্বজনের নামে সিন্ডিকেট নদীতে অবৈধভাবে ড্রেজিং করে বালু উত্তোলন করে অবৈধভাবে কোটি কোটি টাকা উপার্জন করেছেন। তবে জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং বিসিবি এই দায়িত্বে থাকায় আলাদাভাবেই পরিচয় ছিল দুর্জয়ের। সেই দায়িত্বে এখন সাবেক বনে গেলেন তিনি।