কোহলির আমাদেরকে নয়, আমাদেরই কোহলিকে দরকার
পার্থে বিশাল এক জয় নিয়ে ভারত রীতিমতো উড়ছে। এই জয়ে বিরাট কোহলি বড় অবদানই রেখেছেন। দারুণ এক সেঞ্চুরি করে দলকে রানের পাহাড়ে তুলেছেন।
তবে তার আগে ৩৬ বছর বয়সী কোহলি শেষ কিছু দিনে ফর্মহীনতার কারণে সমালোচনার মুখে ছিলেন। নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টানা তিনটি টেস্টে ব্যর্থ হওয়ার পর তার ব্যাটিং গড় ছিল মাত্র ১৫.৫০। পার্থ টেস্টের প্রথম ইনিংসে পাঁচ রানে আউট হয়ে ভারতের ১৫০ রানে গুটিয়ে যাওয়ার পর চাপ আরও বেড়ে যায়। তবে দ্বিতীয় ইনিংসে তার অপরাজিত ১০০ রানের ইনিংস ভারতের জন্য ম্যাচ জয়ের মঞ্চ তৈরি করে।
বুমরাহ, যিনি অধিনায়কের দায়িত্ব নিয়েছেন রোহিত শর্মার অনুপস্থিতিতে, বলেন, ‘বিরাট কোহলির আমাদেরকে নয়, আমাদেরই প্রয়োজন কোহলিকে। তিনি অভিজ্ঞ খেলোয়াড়, এবং তিনি তার খেলাটি খুব ভালো বোঝেন। এমন অবস্থায় তার মানসিক স্থিরতা দলের জন্য অনুপ্রেরণা হয়ে ওঠে।’
অস্ট্রেলিয়ার মাটিতে এটি কোহলির সপ্তম টেস্ট সেঞ্চুরি। যা এই দেশে সফরকারীদের টেস্ট সেঞ্চুরির তালিকায় শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে গেছে। ডাউন আন্ডারে সবচেয়ে বেশি সেঞ্চুরি জ্যাক হবসের, তিনি করেছিলেন ৯টি সেঞ্চুরি। আর ২ সেঞ্চুরি হলেই কোহলি ছুঁয়ে ফেলবেন হবসকে।
বুমরাহ জানান, তার অপরাজিত ১০০ রানের ইনিংস ভারতকে জয়ের দুয়ারে নিয়ে গেছে। তিনি বলেন, ‘প্রথম ইনিংসে আউট হওয়ার পরও তিনি আত্মবিশ্বাস ধরে রেখেছিলেন। তার ইনিংস আমাদের জয়ের ভিত্তি তৈরি করে এবং দলের অন্য ব্যাটারদেরও ভালো খেলতে উদ্বুদ্ধ করে।’
সিরিজের দ্বিতীয় টেস্ট আগামী ৬ ডিসেম্বর অ্যাডিলেডে শুরু হবে।