ইন্টার মিয়ামির নতুন কোচ মাসচেরানো
মেজর লিগ সকারের দল ইন্টার মিয়ামি তাদের নতুন প্রধান কোচ হিসেবে আর্জেন্টিনার সাবেক মিডফিল্ডার হাভিয়ের মাসচেরানোকে নিয়োগ দিয়েছে। তিনি গেরার্ডো মার্টিনোর স্থলাভিষিক্ত হয়েছেন, যিনি ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন।
৪০ বছর বয়সী মাসচেরানো সম্প্রতি আর্জেন্টিনার অনূর্ধ্ব-২০ ও প্যারিস অলিম্পিক দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। বার্সেলোনায় তার খেলোয়াড়ি জীবনে তিনি লিওনেল মেসি, সার্জিও বুসকেটস, জর্দি আলবা ও লুইস সুয়ারেজের সতীর্থ ছিলেন। ইন্টার মিয়ামির বর্তমান স্কোয়াডে থাকা টমাস অ্যাভিলেস, ফাকুন্দো ফারিয়াস এবং ফেডেরিকো রেডোন্ডোকে তিনি আর্জেন্টিনা যুব দলে কোচিং করিয়েছেন।
ইন্টার মিয়ামির মালিক জর্জ মাস বলেছেন, ‘মাসচেরানোর অভিজ্ঞতা ও দক্ষতা আমাদের দলে বৈচিত্র্যময় প্রতিভার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করবে।’ ক্লাবের আরেক মালিক ডেভিড বেকহ্যাম তাকে ‘অদম্য আত্মপ্রত্যয় ও অভিজ্ঞতার মিশ্রণে সেরা কোচ’ হিসেবে অভিহিত করেছেন।
মাসচেরানো বলেন, ‘ইন্টার মিয়ামির মতো ক্লাবের দায়িত্ব নেওয়া আমার জন্য সম্মানের। আমি ক্লাবটিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে এবং ভক্তদের আরও স্মরণীয় মুহূর্ত উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ।’
ইন্টার মিয়ামি এই বছর এমএলএসে রেকর্ড পয়েন্ট অর্জন করলেও প্লে-অফে আটলান্টার কাছে পরাজিত হয়। ক্লাবটি আগামী বছর ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে অংশ নেবে।