পাকিস্তান দলের কড়া সমালোচনা করলেন সাবেক অলরাউন্ডার

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ১২:২৪ পিএম | ১৪ মার্চ, ২০২৫

পাকিস্তান ক্রিকেট দলকে নিয়ে সমালোচনো যেন কমছেই না। ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভরাডুবির পর থেকেই শুরু হয়েছে সমালোচনা। প্রত্যাশা ছিল ঘরের মাঠে শিরোপা ধরে রাখার,সেই দলটাই আসর থেকে ছিটকে গেছে টুর্নামেন্ট শুরুর মাত্র ছয় দিনের মাথায়।

এবার সেই সমালোচকদের খাতায় উঠলো নতুন নাম। নিজের দেশের ক্রিকেটারদের কড়া সমালোচনা করেছেন ইমাদ ওয়াসিম। দেশটির সাবেক এই স্পিন অলরাউন্ডারের অভিমত, পাকিস্তানের বর্তমান দলটি যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছে না। ক্রিকেটারদের দৃষ্টিভঙ্গির সীমাবদ্ধতা নিয়েও কথা বলেছেন ইমাদ। তার মতে অন্যান্য দল যেখানে আধুনিক ক্রিকেটের সঙ্গে মানিয়ে নিয়েছে পাকিস্তান সেখানে এখনও সেকেলে ক্রিকেট খেলছে।

পাকিস্তানের ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট পাকপ্যাশন ডট নেটকে দেওয়া সাক্ষাৎকারে ইমাদ বলেন,‘আমি কথাগুলো বছরের পর বছর ধরে বলে আসছি। দলীয় বৈঠকেও আমি বলেছিলাম, বিশ্ব ক্রিকেট ভিন্ন পথে এগিয়ে যাচ্ছে আর আমরা এখনো একইভাবে খেলে যাচ্ছি। আপনাকে সেভাবেই খেলতে হবে, যেভাবে খেলা উচিত। কিন্তু পাকিস্তান দল এখন যেভাবে খেলছে, সেটা সঠিক উপায় নয়।’

পাকিস্তান দল এভাবে খেলতে থাকলে মানুষ তাদের খেলা দেখবে না বলে উল্লেখ করে সাবেক এই ক্রিকেটার বলেন,, ‘আমি সাম্প্রতিক সময়ে পাকিস্তান দলের কয়েকটি ম্যাচ দেখতে বসেছিলাম। পাকিস্তানি নয়, একজন ক্রিকেটার হিসেবে আমার দেখেই মনে হয়েছে, ওদের খেলা আমি আর দেখতে চাই না। এভাবে খেলতে থাকলে মানুষ ধীরে ধীরে আগ্রহ হারিয়ে ফেলবে। দর্শক খেলা দেখতে মাঠে যাবে না।’

চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে আসর শুরু করে পাকিস্তান। এরপর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছেও পাত্তা পায়নি মোহাম্মদ রিজওয়ানের দল। ইমাদ মনে করেন বিশ্বক্রিকেট থেকে পাকিস্তান অনেক পিছিয়ে আছে।

খেলার দুনিয়া | ফলো করুন :