বাংলাদেশ সফরে আসবে রোহিতের ভারত!

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৫:১০ পিএম | ১৪ মার্চ, ২০২৫

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে টেক্কা দেওয়া সাধ্য যেন নেই কারো। টানা তিনটি আইসিসি ইভেন্টের ফাইনালে পা রাখা ভারত জিতেছে দুইটি শিরোপা। যেখানে সদ্য মেষ হওেয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত পারফর্ম করেছে রোহিত শর্মারা। এবার চলতি বছরের আগস্টে ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে টিম ইন্ডিয়া।

চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের স্বদ নিয়েই ঘরোয়া আসর আইপিএল খেলতে নেমেছে রোহিত-কোহলিরা। আর আইপিএল শেষ করেই দ্বিপাক্ষিক সিরিজে মাঠে নামবে গৌতম গম্ভীরের দল। মুলত আগামী ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের শক্তিমত্তা পরীক্ষা করতে খেলোয়াড়দের ব্যস্ত রাখছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে,আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রামের (এফটিপি) অধীনে পরবর্তী ওয়ানডে বিশ্বকাপের আগে ভারত ২৭টি ওয়ানডে খেলবে। এর মধ্যে চলতি বছর ৯টি এবং বাকি ১৮ ওয়ানডে হবে ২০২৬ সালের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে। পরবর্তীতে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের আসর বসবে দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়েতে। ভারত মেগা টুর্নামেন্টটির আগপর্যন্ত নিজেদের ওয়ানডে সিরিজ খেলার প্রাথমিক পরিকল্পনা করেছে, তবে তাদের সেই এফটিপি সূচিতেও পরিবর্তন আসতে পারে।

তারই ধারাবাহিকতায় টাইগারদের সঙ্গে খেলতে অগাস্টে বাংলাদেশ সফর করবে ভারত। যেখানে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা রয়েছে ভারতের। যদিও সেই সিরিজের সূচি এখনও চূড়ান্ত হয়নি। তবে সেখানে টাইগারদের মুখোমুখি হতে পারেন রোহিত শর্মা ও বিরাট কোহলিরা। কারণ চ্যাম্পিয়ন্স ট্রফির পরে অবসর নেওয়ার গুঞ্জন থাকলেও সে পথ থেকে সরে এসে নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনা সবার সামনে এনেছেন তারা দুইজনই।

বিসিসিআইয়ের ফিউচার ট্যুর (এফটিপি) অনুযায়ী ২০২৭ সালের আগে মোট ২৭ টি ম্যাচ খেলবে ভারত।
আগস্ট, ২০২৫ : প্রতিপক্ষ বাংলাদেশ (৩ ওয়ানডে, অ্যাওয়ে)
অক্টোবর, ২০২৫ : প্রতিপক্ষ অস্ট্রেলিয়া (৩ ওয়ানডে, অ্যাওয়ে)
নভেম্বর, ২০২৫ : প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা (৩ ওয়ানডে, হোম)
জানুয়ারি, ২০২৬ : প্রতিপক্ষ নিউজিল্যান্ড (৩ ওয়ানডে, হোম)
জুন, ২০২৬ : প্রতিপক্ষ আফগানিস্তান (৩ ওয়ানডে, হোম)
জুলাই, ২০২৬ : প্রতিপক্ষ ইংল্যান্ড (৩ ওয়ানডে, অ্যাওয়ে)
সেপ্টেম্বর, ২০২৬ : প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ (৩ ওয়ানডে, হোম)
নভেম্বর, ২০২৬ : প্রতিপক্ষ নিউজিল্যান্ড (৩ ওয়ানডে, অ্যাওয়ে)
ডিসেম্বর, ২০২৬ : প্রতিপক্ষ শ্রীলঙ্কা (৩ ওয়ানডে, হোম)

খেলার দুনিয়া | ফলো করুন :