আবিরের রঙ্গে রঙিন হলেন লিটন

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০৫:৫০ পিএম | ১৪ মার্চ, ২০২৫

আজ শুক্রবার আনন্দ উদ্দীপনার সঙ্গে পালিত হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব দোল পুর্নিমা। অনেকে আবার এটাকে হোলি বলে ডেকে থাকেন। আর উৎসবের ছোঁয়া লেগেছে দেশের ক্রীড়াঙ্গনেও। নিজের স্ত্রীর সঙ্গে দোলপূর্ণিমা উদ্‌যাপন করছেন বাংলাদেশ ক্রিকেট দলের লিটন কুমার দাস।

স্ত্রীকে সঙ্গে নিয়ে দোল উৎসব উদ্‌যাপনের ছবি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লেখেন,‘ হোলি উৎসব উদ্‌যাপন করুন প্রিয়জন ও আশেপাশের মানুষদের সঙ্গে। আমাদের সন্তান ও সবার জন্য পৃথিবীটা আনন্দময় করে তুলুন’। পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, লিটন ও তাঁর স্ত্রী সঞ্চিতা আবিরের একটি ডালা ধরে আছেন। দুজনের মুখ আবিরের মতো রঙিন। স্ত্রী সঞ্চিতার গালে আবির লাগিয়ে দিয়েছেন লিটন। সেই ছবিতে অনেকে শুভেচ্ছা জানিয়েছেন তাকে।

ফর্ম খরার কারণে সদ্য শেষ হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ দলে ছিলেন না ৩০ বছর বয়সী টাইগার এই ব্যাটার। তবে চলমান লিস্ট-এ ক্রিকেটে গুলশান ক্রিকেট ক্লাবের হয়ে গত ১০ মার্চ মাঠে নেমেছিলেন তিনি। সেই ম্যাচে ব্যাট হাতে ৬০ রান করেন তিনি। এর আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগে ঢাকা ক্যাপিটালসের হয়ে বিপিএলে বিস্ফোরক সেঞ্চুরি করেছেন তিনি। ওই ম্যাচে সিলেট স্টেডিয়ামে ঢাকা ক্যাপিটালস-দুর্বার রাজশাহী ম্যাচে রেকর্ড বই তছনছ হয়েছিল। দুর্দান্ত পারফরম্যান্সের পরের দিন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ড্রাফট থেকে দলে ভেড়ায় ফ্র্যাঞ্চাইজি করাচি কিংস।

 

 

খেলার দুনিয়া | ফলো করুন :