পেছাল এশিয়ান ইনডোর গেমস, প্রভাব দেশের ক্রীড়াঙ্গনে
আগামী বছর জুলাইয়ে পর্দা ওঠার কথা পরবর্তী অলিম্পিক গেমসের। প্যারিসের এই আসরের আগে থাইল্যান্ডের ব্যাংককে মাঠে গড়ানোর কথা এশিয়ান ইনডোর ও মার্শাল আর্টস গেমসের। তবে প্যারিস অলিম্পিকের কারণে সে আসরটা পিছিয়ে দেওয়া হয়েছে। যার প্রভাব পড়েছে দেশের ক্রীড়াঙ্গনেও।
বাংলাদেশ সাঁতার, অ্যাথলেটিক্স, দাবা, কারাতে, তায়কোয়ান্দো, কুস্তি ডিসিপ্লিনে অংশগ্রহণ করার কথা ছিল এশিয়ান ইনডোর ও মার্শাল আর্ট গেমসে। প্রস্তুতিটাও শুরু হয়ে গিয়েছিল অনেক ফেডারেশনের, চলছিল ক্যাম্প। তবে গেমস পিছিয়ে যাওয়ায় তার সবই থমকে গেছে আবারও।
ক্যাম্প স্থগিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে সাঁতার ফেডারেশন। তবে অ্যাথলেটিক্স ফেডারেশন অবশ্য এদিক থেকে আলাদা। ক্যাম্প চালিয়ে যাওয়া হবে, জানিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টু।
২০২৪ এর মাঝামাঝিতে অলিম্পিক। তারপর আগামী নভেম্বর-ডিসেম্বরে সম্ভাবনা আছে এশিয়ান ইনডোর এন্ড মার্শাল আর্ট গেমস অনুষ্ঠিত হওয়ার। মূলত সে কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে অ্যাথলেটিক্স ফেডারেশন।