আরও এক বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়া 

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৩:৩৬ পিএম | ২৫ নভেম্বর, ২০২৩

 

কদিন আগেই আসরের অন্যতম শক্তিশালী দল স্বাগতিক ভারতকে হারিয়ে ক্রিকেট বিশ্বকাপের ট্রফি নিয়ে দেশে পাড়ি জমিয়েছে অস্ট্রেলিয়া। তার পাঁচ দিন বাদে আরও একটি শিরোপা জয়ের দ্বারপ্রান্তে পৌঁছাল দেশটি। 

ডেভিস কাপ, টেনিসের বিশ্বকাপ। যেখানে সবচেয়ে সফল দল যুক্তরাষ্ট্র। সর্বোচ্চ ৩২টি শিরোপা জিতেছে তারা। এরপরের অবস্থান অস্ট্রেলিয়ার। তারা জিতেছে ২৮টি। তবে গত দুই দশক বছর ধরে শিরোপা ছোঁয়া হয়নি দলটির। সেই খরা কাটাতেই আরও একবার শিরোপা জয়ের দ্বারপ্রান্তে পৌঁছাল অস্ট্রেলিয়া। শুক্রবার ফিনল্যান্ডকে ২-০ ব্যবধানে হারিয়ে ২০২৩ ডেভিস কাপের ফাইনালে উঠেছে তারা।  

সর্বশেষ ২০০৩ সালে শিরোপা জিতেছিল অস্ট্রেলিয়া। এর পরের ১৭ আসরে উঠতে পারেনি ফাইনালেও। সেই অধরা বিশ্বকাপ জয়ের আশায় গত আসরে (২০২২) এসে পৌঁছায় ফাইনালে।  তবে সেখানে কানাডার কছে ২-০ ব্যবধানে হারে অস্ট্রেলিয়া। 

আসরের প্রথম সেমির বেস্ট অব থ্রি-এর প্রথমটিতে আলেক্সেল পপিরিন ৭-৬ (৭-৫), ৬-২ সেটে হারান অটো ভির্তানেনকে। পরের ম্যাচে অ্যালেক্স দি মিনাউর সরাসরি সেটে হারান (৬-৪, ৬-৩)  এমিল রুসুভুরিকে।  

আজ (শনিবার) দ্বিতীয় সেমিতে মাঠে নামছে সার্বিয়া-ইতালি। জয়ী দল আগামীকাল (রোববার) ফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার। 

 

খেলার দুনিয়া | ফলো করুন :