বৃষ্টিতে পরিত্যক্ত জ্যোতিদের দ্বিতীয় ম্যাচ 

বৃষ্টিতে পরিত্যক্ত জ্যোতিদের দ্বিতীয় ম্যাচ 

 

নিজেদের মাটিতে কিউইদের বিপক্ষে টেস্ট সিরিজ খেলছে বাংলাদেশের ছেলেরা। সেখানে ম্যাচ ডের সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি দেখা গেলেও শেষ পর্যন্ত খেলা গড়িয়েছে সময়মতোই। তবে একই দিন নয় হাজার কিলোমিটার দূরে দেখা মিলল ভিন্ন কিছুর। বৃষ্টির কবলে শেষ পর্যন্ত পরিত্যক্ত হলো মেয়েদের ম্যাচ।

দক্ষিণ আফ্রিকায় সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিকদের তাদের মাঠে প্রথমবারের মতো হারিয়ে এগিয়ে যায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। বুধবার সিরিজের দ্বিতীয় ম্যাচে নিগার সুলতানা জ্যোতিদের সামনে ছিল ইতিহাস গড়ার সুযোগ। প্রোটিয়াদের বিপক্ষে প্রথম সিরিজ জয়ের। তবে সেখানে বাড়ল অপেক্ষা। বৃষ্টি এবং বজ্রপাতের কবলে পড়ে কেবল আট বল পরেই কিম্বার্লির ম্যাচটি হয়েছে পরিত্যক্ত। এতেই প্রথমবারের মতো পরিত্যক্ত ম্যাচ দেখল বাংলাদেশের মেয়েরা। 

এদিন বৃষ্টির শঙ্কা ছিল আগে থেকেই। এতে টসে জিতে আগে সফরকারীদের ব্যাটিংয়ে পাঠায় প্রোটিয়ারা। সেখানে শুরুতেই চাপে পড়ে জ্যোতির দল। প্রথম ওভারের শেষ বলেই সাজঘরে ফেরেন ওপেনার শামিমা সুলতানা। তবে সেখান থেকে আর দুই বল পর ম্যাচ হয় বন্ধ, এবং শেষ পর্যন্ত পরিত্যক্ত। 

আগামীকাল সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি একই মাঠেই। এর আগে প্রথম ম্যাচে বেশ দাপটের সঙ্গেই জেতে বাংলাদেশ। ১৫০ রানের লক্ষ্য দাঁড় করিয়ে ১৩ রানের জয় পায় তারা। দক্ষিণ আফ্রিকার মাঠে এটিই ছিল জ্যোতিদের এই ফরম্যাটের প্রথম জয়।   



সম্পর্কিত খবর