বাংলাদেশের বিপক্ষে কিউইদের দল ঘোষণা, বিশ্রামে উইলিয়ামসন

বাংলাদেশের বিপক্ষে কিউইদের দল ঘোষণা, বিশ্রামে উইলিয়ামসন

বিশ্বকাপের আগে বাংলাদেশের মাটিতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলেছে নিউজিল্যান্ড। এবার বিশ্বকাপের পর তাদের বিপক্ষে খেলছে লাল বলের ক্রিকেট। বর্তমানে ঢাকায় চলছে সিরিজের দ্বিতীয় টেস্ট। এটি শেষের বাংলাদেশ দল উড়াল দেবে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে। সেখানে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে দল দুটি। আসন্ন সেই সিরিজকে সামনে রেখে ১৩ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।

ওয়ানডে সিরিজটিতে বিশ্রামে থাকবেন কিউইদের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন। এছাড়াও বিশ্রামে থাকছেন দলের একাদিক সিনিয়র ক্রিকেটাররা। ১৩ সদস্যের সেই দলে নেই  টিম সাউদি, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার, গ্লেন ফিলিপস ও ডেভন কনওয়ে। বিশ্বকাপের আগ থেকে ব্যস্ত সূচির থাকায় বিশ্রাম দেওয়া হয়েছে তাদের। অন্যদিকে, এই সফর থেকে নিজেকে সরিয়ে রেখেছেন কিউই তারকা পেসার টেন্ট বোল্ট। 

আসন্ন এই সফরের দলে আছে তিন নতুন মুখ। এতে ওয়ানডে অভিষেকের অপেক্ষায় অলরাউন্ডার জশ ক্লার্কসন, পেসার উইল ও’রুর্কে ও লেগ স্পিনার আদি অশোক। এদের মধ্যে অশোক এর আগে খেলছেন টি-টোয়েন্টিতে।  

দল ঘোষণার সময় কিউইদের নির্বাচক স্যাম ওয়েলস বলেন, ‘চলমান টেস্ট সিরিজ এবং এর আগে সেপ্টেম্বরে ওয়ানডে সিরিজেই আমরা দেখেছি, বাংলাদেশ মানসম্পন্ন আন্তর্জাতিক দল। ফিরতি সফরে তারা কঠিন চ্যালেঞ্জ জানাবে, তা আমরা জানি।’

আগামী ১৭ ডিসেম্বর ওয়ানডে শুরু হবে আসন্ন এই সফর। সিরিজের বাকি দুই ম্যাচ ২০ ও ২৩ ডিসেম্বর। এরপর যথাক্রমে ২৭, ২৯ ও ৩২ ডিসেম্বর তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে দুই দল। 

বাংলাদেশের বিপক্ষে কিউইদের ওয়ানডে দল: টম ল্যাথাম (অধিনায়ক), আদি অশোক (দ্বিতীয় ও তৃতীয় ম্যাচের জন্য), ফিন অ্যালেন, টম ব্লান্ডেল, মার্ক চাপম্যান, জশ ক্লার্কসন, জ্যাকব ডাফি, কাইল জেমিসন, অ্যাডাম মিলনে, হেনরি নিকোলস, উইল ও’রুর্কে, রাচিন রবীন্দ্র, ইশ সোধি (প্রথম ম্যাচের জন্য), উইল ইয়াং। 

 

সম্পর্কিত খবর