সাকিবকে টপকে ইতিহাস গড়লেন তাইজুল
সিলেট টেস্টে বাংলাদেশের জয়ের নায়ক ছিলেন তাইজুল ইসলাম। দুই ইনিংস মিলিয়ে ঝুলিতে পুরেছিলেন ১০ উইকেট। ম্যাচজয়ী সে পারফরম্যান্সের পুরস্কারস্বরূপ ম্যাচসেরার পুরস্কার তো পেয়েছিলেনই। এবার আইসিসির কাছ থেকেও ‘পুরস্কার’ পেলেন। টেস্টের হালনাগাদ র্যাঙ্কিংয়ে ইতিহাস গড়েছেন এই বাঁহাতি স্পিনার।
বুধবার (৬ ডিসেম্বর) প্রকাশিত আইসিসির নতুন র্যাঙ্কিংয়ে বাংলাদেশের ইতিহাসে টেস্ট বোলিংয়ে সর্বোচ্চ রেটিং পয়েন্ট পেয়েছেন তাইজুল ইসলাম। এতদিন বাংলাদেশের জার্সিতে সর্বোচ্চ রেটিং পয়েন্টের রেকর্ডটি ছিল সাকিব আল হাসানের। ২০১৭ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের পর সাকিবের রেটিং পয়েন্ট হয়েছিল ৭০৫।
৭০৮ রেটিং পয়েন্ট নিয়ে এবার সাকিবের সে কীর্তিকে পেছনে ফেললেন তাইজুল ইসলাম। সিলেটের পারফরম্যান্স দিয়ে টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে ২২ থেকে ১৪ নম্বরে উঠেছেন এই স্পিনার।
সিলেটে কিইউদের বিপক্ষে টেস্ট জয়ের আরেক নায়ক নাজমুল হোসেন শান্ত। টেস্ট অধিনায়কত্বের অভিষেকে সেঞ্চুরি তুলে নেয়া শান্তরও র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে। টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ১৩ ধাপ এগিয়ে এখন ৪২ নম্বরে উঠেছেন তিনি। চার ধাপ এগিয়েছেন সিলেট টেস্টে এক ফিফটি পাওয়া মুশফিকুর রহিম।