সুপার ফোর খেলতে পাকিস্তান গেলেন লিটন

সুপার ফোর খেলতে পাকিস্তান গেলেন লিটন

এশিয়া কাপ দলে থাকলেও লিটন দাস গ্রুপ পর্বে খেলতে পারেননি জ্বরের কারণে। তবে সে জ্বর থেকে পুরোপুরি সেরে উঠেছেন তিনি। সুপার ফোরে খেলতে তিনি ইতোমধ্যেই ঢাকা ছেড়েছেন পাকিস্তানের উদ্দেশে।
পাকিস্তানে তিনি যাচ্ছেন বটে, কিন্তু তাকে কি শেষমেশ দলে নিতে পারবে বাংলাদেশ? এমন একটা প্রশ্ন চলে আসছে। এশিয়া কাপের ১৭ সদস্যের দলে তিনি নেই, তাকে নিতে হলে সেখান থেকে কাউকে বাদ দিতে হবে। বিষয়টি নিয়ে এখন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সঙ্গে আলাপ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে এ বিষয়ে বিসিবি আনুষ্ঠানিক কিছুই জানায়নি। সে সিদ্ধান্তটা আসবে এসিসির সঙ্গে এই আলাপের পর।
এদিকে তিনি যে পাকিস্তানে যাচ্ছেন এশিয়া কাপ খেলতে, তা জানেনই না বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। গতকাল মিরপুরে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘ও (লিটন) যে যাচ্ছে এটাই আমি শুনিনি। আমি খোঁজ নিয়েছিলাম, আমি প্রায়ই খোঁজ নিচ্ছিলাম। মানে ওর আপডেটটা কী? তবে ও যে যাচ্ছে এ ব্যাপারে আমি কিছু জানি না। গেলে তো আমি জানতাম। আশ্চর্য নির্বাচকরাও তো আজ এসেছে মিটিংয়ে, তারাও তো বলল না।’
এদিকে আগামী ৬ সেপ্টেম্বর সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। সুপার ফোরে বাংলাদেশের পরের দুই ম্যাচ হবে শ্রীলঙ্কায়। আগামী ৯ ও ১৫ সেপ্টেম্বর মাঠে গড়াবে ম্যাচদুটো।

সম্পর্কিত খবর