নিউজিল্যান্ডের বিপক্ষে নেতৃত্বে সোহান

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০২:৪৩ পিএম | ০৪ মে, ২০২৫

নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে সোমবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ‘এ’ দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুপুরে প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দল। এই সিরিজকে ঘিরে বিসিবি আগেই ঘোষণা করেছিল দল, তবে অধিনায়ক ঠিক করেনি। অবশেষে ম্যাচের আগের দিন আনুষ্ঠানিকভাবে জানানো হয়, দলের নেতৃত্বে থাকছেন উইকেটরক্ষক-ব্যাটার নুরুল হাসান সোহান।

দলের কোচ মিজানুর রহমান বাবুল জানিয়েছেন, আন্তর্জাতিক মানের প্রতিপক্ষের বিপক্ষে এই সিরিজকে গুরুত্বের সঙ্গে দেখছে দল, ‘এই সিরিজ শুধু প্রস্তুতির সুযোগ নয় বরং নিজেদের সামর্থ্য প্রমাণ করার মঞ্চ। সোহান অভিজ্ঞ এবং নেতৃত্ব দিতে সক্ষম। আমরা ভালো ক্রিকেট উপহার দিতে প্রস্তুত।’

বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াডে রয়েছেন বেশ কয়েকজন জাতীয় দলের সাবেক ও সম্ভাব্য ক্রিকেটার। এই সিরিজ তাদের জন্য যেমন আত্মপ্রতিষ্ঠার সুযোগ, তেমনি জাতীয় দলে ফেরারও বড় মঞ্চ। ওপেনিংয়ে দেখা যাবে পারভেজ হোসেন ইমন ও নাঈম শেখকে, মিডল অর্ডারে আছেন এনামুল হক বিজয়, ইয়াসির আলি ও মোসাদ্দেক হোসেন। বোলিং আক্রমণে নেতৃত্ব দিবেন এবাদত হোসেন, শরিফুল ইসলাম ও খালেদ আহমেদ।

ওয়ানডে সিরিজের পর দুই দলের মধ্যে দুটি চারদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথমটি শুরু হবে ১৪ মে সিলেটে এবং দ্বিতীয়টি মাঠে গড়াবে ২১ মে ঢাকার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে।

সিরিজ সূচি-
১ম ওয়ানডে: ৫ মে, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম
২য় ওয়ানডে: ৭ মে, একই মাঠে
৩য় ওয়ানডে: ১০ মে, সিলেট আউটার স্টেডিয়াম
১ম চারদিনের ম্যাচ: ১৪ মে, সিলেট
২য় চারদিনের ম্যাচ: ২১ মে, মিরপুর

বাংলাদেশ ‘এ’ দল : পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, এনামুল হক বিজয়, সাইফ হাসান, মাহিদুল ইসলাম, ইয়াসির আলি, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, নাইম হাসান, নাসুম আহমেদ, তানভীর ইসলাম, রেজাউর রহমান রাজা, শরিফুল ইসলাম, এবাদত হোসেন ও খালেদ আহমেদ।

খেলার দুনিয়া | ফলো করুন :