যে কারণে টি-টোয়েন্টি দলে শান্ত

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০৫:১৪ পিএম | ০৪ মে, ২০২৫

টি-টোয়েন্টি দলের নেতৃত্ব হারিয়েছেন নাজমুল হোসেন শান্ত, তবে বাদ পড়েননি দল থেকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচিত সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফরের স্কোয়াডে জায়গা পেয়েছেন তিনি, আর এ নিয়েই তৈরি হয়েছে আলোচনা। কেউ কেউ ধরে নিয়েছিলেন, নেতৃত্ব হারানোর পর হয়তো শান্তর জায়গা হবে না টি-টোয়েন্টি দলে। কিন্তু বিসিবি ভিন্ন বার্তা দিলো-দলে অভিজ্ঞতার ঘাটতি পূরণে মূল্যায়ন করা হয়েছে শান্তকে।

বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম আজ বলেন, ‘শান্ত আমাদের সাবেক অধিনায়ক হলেও, এখনো দলে তার প্রয়োজন আছে। অভিজ্ঞতা শুধু নেতৃত্বে নয়, মাঠেও বড় ভূমিকা রাখে। তরুণদের পাশে কেউ একজন দরকার, যে চাপের সময়ে মাথা ঠান্ডা রেখে খেলে। শান্ত সেটা পারে।’

ফাহিম আরও বলেন, ‘শুধু অভিজ্ঞতা নয়, শান্তর ব্যাটিং স্কিলস আমাদের পরিকল্পনায় আছে। তরুণরা যেমন পারফর্ম করছে, তেমনি এমন কেউ দরকার যার ম্যাচ পড়ার ক্ষমতা আছে। লিটন, সৌম্যর পর একটা অভিজ্ঞ গ্যাপ ছিল, সেখানে শান্তর জায়গা যথার্থ।’

শান্তকে দলে রাখা হয়েছে পরিকল্পিতভাবেই-অতীত নেতৃত্ব অভিজ্ঞতা এবং টেকনিক্যাল ব্যাটিং গভীরতার কারণেই। টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ সামনে রেখে বিসিবি যেমন নতুনদের সুযোগ দিচ্ছে, তেমনি গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে রাখছে নির্ভরযোগ্য ক্রিকেটারদেরও।

আজ লিটন কুমার দাসকে করা হয়েছে বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক। নাজমুল হোসেন শান্তর জায়গায় দলকে নেতৃত্ব দেবেন তিনি। লিটনই হতে যাচ্ছেন আসন্ন সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফরে বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ক। লিটনকে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় করা হয়েছে অধিনায়ক। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত এই উইকেটকিপার-ব্যাটারকে অধিনায়ক করেছে বিসিবি।

সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ দল

লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, শামীম পাটোয়ারী, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান (সহ-অধিনায়ক), তানভীরুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।

 

খেলার দুনিয়া | ফলো করুন :