২০২৬ বিশ্বকাপ পর্যন্ত টি-টোয়েন্টিতে অধিনায়ক লিটন
শেষ অব্দি গুঞ্জনই সত্য হয়েছে। লিটন কুমার দাসকেই করা হয়েছে বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক। নাজমুল হোসেন শান্তর জায়গায় দলকে নেতৃত্ব দেবেন তিনি। আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিশ্চিত করেছে লিটনই হতে যাচ্ছেন আসন্ন সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফরে বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ক।
লিটনকে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় করা হয়েছে অধিনায়ক। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত এই উইকেটকিপার-ব্যাটারকে অধিনায়ক করেছে বিসিবি।
সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সিরিজে টি-টোয়েন্টিতে সহ-অধিনায়কের দায়িত্ব পেলেন স্পিনার মেহেদী হাসান। আজ রোববার বিকেলে মিরপুরের শেরেবাংলায় লিটন ও মেহেদীর নাম ঘোষণা করেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমূল আবেদীন।
অবশ্য লিটন দীর্ঘ মেয়াদের হলেও মেহেদীকে সহ–অধিনায়ক করা হয়েছে শুধু এই দুটি সিরিজের জন্য।
পাকিস্তানের বিপক্ষে আগামী ২৫ মে থেকে শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তার আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ১৮ ও ২০ মে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। সেখানেই নতুন অধিনায়ক লিটনের নেতৃত্বে পথচলা শুরু হবে বাংলাদেশের।
সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ দল
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, শামীম পাটোয়ারী, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, তানভীরুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।