রিয়াদের জন্য টি-টোয়েন্টির দরজা খোলা

রিয়াদের জন্য টি-টোয়েন্টির দরজা খোলা

শেষ টি-টোয়েন্টিটা খেলেছেন প্রায় ১৫ মাস আগে। ৩৭ বছর বয়সটা এখন এমন যে দল থেকে বাদ পড়লেই গুঞ্জন শোনা যায় ক্যারিয়ার শেষ হয়ে যাওয়ার। মাহমুদউল্লাহ রিয়াদের ক্যারিয়ার নিয়ে তা হয়েছেও বেশ। 

তবে তাকে এবার আশার বাণী শোনালেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস। জানালেন, পারফর্ম্যান্স টি-টোয়েন্টিসুলভ হলে টি-টোয়েন্টি দলে ফিরতেও পারেন তিনি। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আর বেশি দিন সময় বাকি নেই। আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ আর যুক্তরাষ্ট্রে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে বাংলাদেশের সিরিজ আছে তিনটি, যার একটিতে আবার রিয়াদ নেই চোটের কারণে। 

তবে তার সামনে সুযোগ আছে বাংলাদেশ প্রিমিয়ার লিগে। সেখানে টি-টোয়েন্টি পারফর্ম্যান্স দেখাতে পারলে দলের বিবেচনায় আসতে পারেন তিনি। 

জালাল ইউনুসের কথা, ‘পারফরম্যান্সের উপর নির্ভর করছে। যদি পারফরম্যান্স টি-২০ সুলভ থাকে, নির্বাচকরা আছেন, কোচ আছেন। তারা নিশ্চয়ই ওর পারফরম্যান্স মনিটর করবেন। যদি পারফরম্যান্স বলে ও ফিরতে পারে, হোয়াই নট?’

এর আগে ওয়ানডে দল থেকেও অনেকটাই অচ্ছুৎ হয়ে পড়েছিলেন মাহমুদউল্লাহ। এরপর বিশ্বকাপের ঠিক আগে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে ফেরেন দলে। এরপর বিশ্বকাপে গিয়ে করেন একটি সেঞ্চুরি, বনে যান দলের সর্বোচ্চ রান সংগ্রাহক।

সম্পর্কিত খবর