ডিমেরিট পয়েন্ট পেল মিরপুরের উইকেট

ডিমেরিট পয়েন্ট পেল মিরপুরের উইকেট

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের উইকেটটা বেশ প্রশংসা কুড়িয়েছিল। তবে দ্বিতীয় টেস্টটা হলো তার ঠিক বিপরীত। বাজে উইকেটে হলো খেলা, বাংলাদেশও ম্যাচটা হারল। উইকেটের সমালোচনাও হলো বেশ। এবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের কারণে বাংলাদেশকে শুনতে হলো আরও এক দুঃসংবাদ। ডিমেরিট পয়েন্ট পেয়ে নিষেধাজ্ঞার শঙ্কাতেও পড়ে গেছে স্টেডিয়ামটি। 

আইসিসি পিচ ও আউটফিল্ড পর্যবেক্ষণ প্রক্রিয়ার পর এক বার্তায় জানিয়েছে, মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টটা যে উইকেটে খেলা হয়েছে, তার আচরণ ছিল অসন্তোষজনক। ম্যাচ রেফারি ডেভিড বুন ম্যাচ শেষে দুই দলের অধিনায়কের সঙ্গে আলাপচারিতার পর আইসিসির কাছে তার প্রতিবেদন জমা দিয়েছিলেন। সেখানে ম্যাচের আম্পায়ারদেরও উদ্বেগও উল্লেখ করা ছিল। 

সে প্রতিবেদন পুনঃনিরীক্ষণের পর আজ আইসিসি তাদের রায় দিয়েছে। সেখানে বলা হয়েছে, মিরপুরের এই উইকেট পেয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। 

বুন জানিয়েছেন, এই পিচটা ‘অপ্রস্তুত’ ছিল, যেখানে বাউন্স ধারাবাহিক ছিল না, পিচও ক্ষতিগ্রস্থ হচ্ছিল বলের আঘাতে! তার প্রতিবেদনে বলা হয়, ‘আউটফিল্ডটা খুবই ভালো ছিল, বৃষ্টির সঙ্গে ভালোভাবেই পাল্লা দিয়েছে। তবে পিচটা দেখে মনে হয়েছে এটা সম্ভবত অপ্রস্তুত একটা পিচ। এটা শক্ত ছিল না, প্রথম দিন কিছু ঘাস ছিল ওখানে।’

‘প্রথম সেশন থেকে পুরো ম্যাচেই বাউন্সটা অধারাবাহিক ছিল, বেশ কিছু বলে পিচও ক্ষতিগ্রস্থ হচ্ছিল। স্পিন বোলারের বল ব্যাটারের কাধের ওপর চলে যাচ্ছিল, কখনো কখনো অনেক নিচু হয়ে যাচ্ছিল।’

ডিমেরিট পয়েন্ট পাঁচ বছর ধরে সক্রিয় থাকে। সব মিলিয়ে এ সময় ৬টি ডিমেরিট পয়েন্ট পেলে ১২ মাসের জন্য নিষিদ্ধ থাকবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে। আর ৫ পয়েন্ট পেলেই মিরপুরের নামের ওপর পড়ে যাবে নিষেধাজ্ঞার লাল কালি!

সম্পর্কিত খবর