অবিশ্বাস্য গোলে দলকে ইউরোপায় নিলেন দি মারিয়া

অবিশ্বাস্য গোলে দলকে ইউরোপায় নিলেন দি মারিয়া

১৩ বছর পর বেনফিকায় ফিরে এসেছেন আনহেল দি মারিয়া। তাও আবার বিশ্বজয়ীর বেশে। এসে নিজেকে মেলে ধরেছেন আবারও।

ক্লাবটির হয়ে এ মৌসুমে এখন পর্যন্ত সব ধরনের গোলই করা হয়ে গেছে তার, বক্সে, বক্সের বাইরে থেকে, পেনাল্টি, ফ্রি কিক… এবার তিনি করলেন আরও এক ধরনের গোল, কর্নার থেকে সরাসরি গোল! সালজবুর্গের বিপক্ষে তার এই গোলে তার দল বেনফিকা জিতেছে ৩-১ গোলে, নিশ্চিত করে ফেলেছে ইউরোপা লিগের টিকিট।

বেনফিকার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলয় খেলার কোনো সম্ভাবনাই ছিল না। যা ছিল, তা হচ্ছে ইউরোপার সম্ভাবনা, তবে তার জন্য সালজবুর্গকে হারাতেই হতো তাদের। দি মারিয়ার গোল-অ্যাসিস্টে তা তারা করলোও। 

ম্যাচের ৩২ মিনিটে ডান পাশ থেকে কর্নারে গোলটি করেন দি মারিয়া। বেশ কিছুক্ষণ ভিএআর যাচাইয়ের পর অবশেষে গোলের নিশ্চয়তা পায় তার দল। কর্নার থেকে সরাসরি গোল করা অবশ্য তার জন্য নতুন কিছু নয়। এর আগে পিএসজির হয়ে ফরাসি লিগেও একই রকম একটি গোল করেছিলেন তিনি। 

গোল করার পর গত রাতে দি মারিয়া গোল করিয়েছেনও। তার বাড়ানো বলেই বিরতির একটু আগে রাফা সিলভা ব্যবধান দ্বিগুণ করেন তার সতীর্থ রাফা সিলভা। 

দ্বিতীয়ার্ধে দুই দলই একটি করে গোল পায়। কিন্তু প্রথমার্ধের পারফর্ম্যান্স জয় এনে দেয় বেনফিকাকে। দলটা চলে যায় ইউরোপার নকআউটে।

সম্পর্কিত খবর