পাকিস্তানকে ছাড়া এশিয়া কাপ?

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ১০:৪৩ এএম | ০৪ মে, ২০২৫

চলতি বছরের সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়া কাপ ক্রিকেট। তবে জম্মু ও কাশ্মীরের পাহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার জেরে প্রশ্ন উঠেছে-এই টুর্নামেন্টে আদৌ পাকিস্তান অংশ নেবে কি না। এমন অবস্থায় ভারতীয় ক্রিকেট কিংবদন্তি সুনীল গাভাস্কার জানিয়েছেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে পাকিস্তানকে বাদ দেওয়া হলেও অবাক হওয়ার কিছু থাকবে না।

এনিয়ে গাভাস্কার বলেন, ‘বিসিসিআই সবসময় ভারত সরকারের কথা অনুযায়ী চলে। তাই আমি মনে করি না এশিয়া কাপের ক্ষেত্রেও এর কোনও বদল হবে। ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে টুর্নামেন্টটির আয়োজক। তবে দুই দেশের রাজনৈতিক সম্পর্ক কোন দিকে যায়, তার ওপরই নির্ভর করবে পাকিস্তানের অংশগ্রহণ।’

এমনকি তিনি এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ভেঙে দেওয়ার সম্ভাবনার কথাও উল্লেখ করেছেন। গাভাস্কারের মতে, যদি পাকিস্তানকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়া হয়, তাহলে এসিসির অস্তিত্বের প্রয়োজনীয়তাও প্রশ্নের মুখে পড়ে যাবে, ‘যদি পাকিস্তান না খেলে, তাহলে হয়তো তিন দলের টুর্নামেন্ট হবে। কিংবা হংকং বা সংযুক্ত আরব আমিরাতকে যুক্ত করে চার দলের টুর্নামেন্ট করা হতে পারে। আগামী কয়েক মাসে রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যায়, সেটিই সব নির্ধারণ করবে।’

গাভাস্কার আরও বলেন, ‘যা ঘটছে, তাতে যদি এশিয়ান ক্রিকেট কাউন্সিল ভেঙে যায়, আমি মোটেও অবাক হব না। রাজনীতির টানাপোড়েনের মধ্যে দুই দেশের মধ্যে ক্রীড়াক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যাওয়া কঠিন।’

খেলার দুনিয়া | ফলো করুন :