রাসেল-জাদুতে উইন্ডিজের বাজিমাত

রাসেল-জাদুতে উইন্ডিজের বাজিমাত

দুই বছর পর ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে ফেরানো হয়েছিল আন্দ্রে রাসেলকে। হতাশ করেননি এই ক্যারিবিয়ান তারকা। প্রতিদান দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজকে ম্যাচ জিতিয়ে। তার অলরাউন্ড নৈপুণ্যেই ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

ব্রিজটাউনে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় ইংল্যান্ড। সফরকারীরা প্রথম উইকেটের হারায় দলীয় ৭৭ রানে। তবে এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। অলআউট হয় ১৯.৩ ওভারে ১৭১ রানে। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৪০ রান আসে ফিল সল্টের ব্যাট থেকে। বল হাতে ১৯ রান খরচায় ৩ উইকেট নেন রাসেল।

জবাব দিতে নেমে ৩২ রানে প্রথম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ক্যারিবিয়রা। ১২৩ রানে ৬ উইকেট পড়লে শঙ্কা জাগে ম্যাচ হারের। তবে সেই শঙ্কা দূর করেছেন রাসেল ও অধিনায়ক রোভম্যান পাওয়েল। ব্যাট হাতে আগ্রাসী হয়ে ম্যাচ ছিনিয়ে নেন ১১ বল হাতে রেখে। জয়ের পথে পাওয়েল ১৫ বলে ৩১ ও রাসেল ১৪ বলে ২৯ রানে অপরাজিত ছিলেন।

এ জয়ে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ১-০ তে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের দ্বিতীয় ম্যাচ আগামী কাল রাত সাড়ে এগারোটায়।

সম্পর্কিত খবর