গুগল সার্চের শীর্ষ দশে নেই মেসি-রোনালদো-কোহলি

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৩:১৩ পিএম | ১৩ ডিসেম্বর, ২০২৩

প্রতিবছরের মতো এবারও গুগল তাদের বার্ষিক ইয়ার ইন সার্চের ফলাফল প্রকাশ করেছে। তবে চমকের ব্যাপার হলো, ২০২৩ সালে বিশ্বজুড়ে সর্বাধিক অনুসন্ধান করা ক্রীড়াবিদদের শীর্ষ দশের তালিকায় বড় কয়েকটি নাম অনুপস্থিত রয়েছে।

বিশ্বের সর্বকালের সেরা ফুটবলারদের মধ্যে অন্যতম লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো। গুগলের পরিসংখ্যান অনুযায়ী, তারা উভয়ই এই বছরের শীর্ষ দশ থেকে বাদ পড়েছেন। তবে মজার ব্যাপার হলো,মেসির বর্তমান ক্লাব ইন্টার মায়ামি বিশ্বের সর্বাধিক অনুসন্ধান করা ক্রীড়া দলগুলির তালিকায় শীর্ষে আছে এবং দলের মালিক ডেভিড বেকহ্যাম সর্বাধিক অনুসন্ধান করা ব্যক্তিদের তালিকায় নবম স্থানে আছেন।

রোনালদোর আল-নাসর এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে। লেব্রন জেমসের লস অ্যাঞ্জেলেস লেকারস ইন্টার মিয়ামি এবং আল-নাসারের মাঝামাঝি অবস্থানে রয়েছে। ফ্রান্স ও পিএসজি তারকা কিলিয়ান এমবাপে অবশ্য মার্কিন ফুটবলার দামার হ্যামলিনকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে রয়েছেন।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, ২০২৩ সালে সবচেয়ে বেশি সার্চ করা অ্যাথলেটদের তালিকায় শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন দুইজন ক্রিকেটার। আরও আশ্চর্যজনক বিষয়, এই দুই ক্রিকেটার বিরাট কোহলি বা রোহিত শর্মা অথবা এমএস ধোনি ও শচীন টেন্ডুলকারের মতো কিংবদন্তিরা নন।

এই তালিকায় শুবমান গিল একমাত্র ভারতীয় যিনি শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন, নবম স্থানে আছেন ভারতের এই ওপেনার। তবে তাকে পেছনে ফেলে অষ্টম স্থানে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত রাচিন রবীন্দ্র, যিনি কিছুদিন আগের ভারত বিশ্বকাপে নিউজিল্যান্ডের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন।

চলুন এক নজরে দেখে নেওয়া যাক ২০২৩ সালে গুগলে সার্চ করা সবচেয়ে উল্লেখযোগ্য ক্যাটাগরির শীর্ষ ১০টির তালিকা:

২০২৩ সালের গুগলের শীর্ষ ট্রেন্ডিং অ্যাথলেট -

১. ডামার হ্যামলিন

২. কিলিয়ান এমবাপে

৩. ট্র্যাভিস কেলচে

৪. জা মোরান্ট

৫. হ্যারি কেইন

৬. নোভাক জোকোভিচ

৭. কার্লোস আলকারাজ

৮. রাচিন রবীন্দ্র

৯. শুবমান গিল

১০. কাইরি ইরভিং

২০২৩ সালের গুগলের শীর্ষ ট্রেন্ডিং স্পোর্টস টিম -

১. ইন্টার মায়ামি সিএফ

২. লস অ্যাঞ্জেলেস লেকারস

৩. আল-নাসর এফসি

৪. ম্যানচেস্টার সিটি এফসি

৫. মায়ামি হিট

৬. টেক্সাস রেঞ্জার্স

৭. আল হিলাল এসএফসি

৮. বরুশিয়া ডর্টমুন্ড

৯. ভারত জাতীয় ক্রিকেট দল

১০. বোস্টন ব্রুইনস

২০২৩ সালে গুগলের সার্চের শীর্ষে রয়েছেন যারা -

১. ডামার হ্যামলিন

২. জেরেমি রেনার

৩. অ্যান্ড্রু টেট

৪. কিলিয়ান এমবাপে

৫. ট্র্যাভিস কেলচে

৬. জেনা ওর্তেগা

৭. লিল তাই

৮. ড্যানি মাস্টারসন

৯. ডেভিড বেকহ্যাম

১০. পেড্রো প্যাসকেল

খেলার দুনিয়া | ফলো করুন :