শ্রীলঙ্কাকে ২০০তেই বেঁধে রাখল বাংলাদেশ

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০৩:৪২ পিএম | ১৩ ডিসেম্বর, ২০২৩

দুই ম্যাচের দুটোতেই জয়, নেট রান রেটটাও বেশ, বাংলাদেশের পরের রাউন্ডে যাওয়াটা অনেকটাই নিশ্চিত। তবে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা জিতলে গ্রুপ শ্রেষ্ঠত্ব নিয়েই চলে যাওয়া যাবে সেমিফাইনালে। বাংলাদেশ সে পথে এগিয়েও গিয়েছে অনেকটা। শ্রীলঙ্কাকে বেধে রেখেছে ২০০ রানে। বি গ্রুপের সেরা দল হিসেবে শেষ চারে যেতে বাংলাদেশের চাই ২০১ রান। 

টস হেরে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা শুরুটা করেছিল বেশ ভালো। ৩৭ রানে প্রথম উইকেট খোয়ালেও দ্বিতীয় উইকেট জুটিতে বেশ ভালো রান এনে দেওয়ার ইঙ্গিত দিচ্ছিলেন দুই লঙ্কান ব্যাটার রাভিশান ডি সিলভা আর সিনেথ জয়াবর্ধনে। 

তবে তাদের জুটিটাকে বেশি দূর এগোতে দেননি অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। তার বাঁহাতি স্পিনে বিভ্রান্ত হয়ে বোল্ড হন রাভিশান, এর কিছু পড়ে জয়াবর্ধনেকেও ডিপ মিড উইকেটে মারুফ মৃধার ক্যাচ বানিয়ে সাজঘরের পথ দেখান রাব্বি। লঙ্কান ইনিংসের মেরুদণ্ড ভেঙে যায় সেখানেই। 

তাদের বিদায়ের পর দিনুরা কালুপাহানা, রুসান্ডা গামাগে থেকে শুরু করে শরুজান শানমুগানাথন, বিশ্ব লাহিরু, রুভিশান পেরেরা সবাই শুরুটা পেয়েছিলেন ভালো। কিন্তু ওয়াসি সিদ্দিকি, মারুফ মৃধারা তাদের চড়ে বসতে দেননি। শ্রীলঙ্কা উইকেট খোয়ায় নিয়মিত বিরতিতে, ৫০ ওভার শেষে রান তুলতে পারে মোটে ২০০। বাংলাদেশের সামনে লক্ষ্যটা দাঁড়ায় ২০১ রানের।

সংক্ষিপ্ত স্কোর-
শ্রীলঙ্কা ২০০/৯ 
(পুলিন্দু পেরেরা ২৯, সিনেথ জয়াবর্ধনে ২৫, বিশ্ব লাহিরু ২৫; ওয়াসি সিদ্দিকি ৩২/৩, মাহফুজুর রহমান রাব্বি ৪০/২)

খেলার দুনিয়া | ফলো করুন :