ফাইনালের হার ভুলে এগোনো সহজ ছিল না: রোহিত
ভারত ২০২৩ বিশ্বকাপের ফাইনাল। যার ২৪ দিন পেরিয়ে ক্রিকেট এখন এফটিপির সময়ে। সেই বিশ্বকাপের আয়োজক দেশ ভারত, বিশ্বকাপের পর ইতিমধ্যে সেই অজিদের সঙ্গেই খেলে ফেলেছে সিরিজ। বর্তমানে সফররত অবস্থায় আছে দক্ষিণ আফ্রিকায়।
অজি সিরিজের পর প্রোটিয়া সফরে বিশ্রাম কাটিয়ে বেশিরভাগ মূল সারির ক্রিকেটাররাই ফিরেছেন দলে। তবে সাদা বলের দুই ফরম্যাটে এখনো বিশ্রামে আছেন তারকা ব্যাটার বিরাট কোহলি ও নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা। মাঠে ফেরা বাকি ক্রিকেটাররা ১৯ নভেম্বরের ফাইনালের স্মৃতি কিছুটা দূরে সরিয়ে রাখতে পারলেও পারেননি রোহিত। এই দুঃস্বপ্ন যেন এখনো তাড়িয়ে বেড়াচ্ছে তাকে। এমনকি সেটির পর থেকে আসেননি গণমাধ্যমের সামনে। ২৪ দিন বাদে জানালেন সেই রাত নিয়ে তার বর্তমান অনুভূতি। সেই রাতের হতাশা ভুলে এগোনো মোটেও সহজ ছিল না বলে জানান রোহিত।
২০২৩ বিশ্বকাপের শিরোপা যেন অনেকটা অবধারিত হয়ে দাঁড়িয়েছিল স্বাগতিক দলটির জন্য। কেননা তাদের পারফর্মও ছিল তেমনই। আসরের সেমি-ফাইনাল মিলিয়ে টানা দশ ম্যাচে অপরাজিত ছিল রোহিত শর্মার দল। এরপর ফাইনালে হতাশাজনক হার। দেশের হাজারো ক্রিকেটপ্রেমীদের মতো যেটা সহজে হজম করতে পারেননি রোহিত। আজ (বুধবার) সামাজিক যোগাযোগ মাধ্যমের এক ভিডিও বার্তায় রোহিত বলেন, সেখান (বিশ্বকাপ ফাইনাল) থেকে কীভাবে ফিরে আসা যায় আমার জানা ছিল না। প্রথম কয়েকদিন কী করব তাও বুঝতে পারতাম না। এই সময়টাতে আমার পরিবার ও বন্ধুবান্ধবরা আমার চারপাশের সব কিছু সহজ করে দিয়েছিল।’
রোহিত আরও বলেন, ‘এটা হজম করা মোটেও সহজ ছিল না। তবে জীবন থেমে থাকে না। আপনাকে এগিয়ে যেতে হবে। তবে, সত্যি বলতে, এটা অনেক কঠিন ছিল।’
ক্রিকেটের সকল প্রতিযোগিতা ছাপিয়ে রোহিতের কাছে ওয়ানডে বিশ্বকাপই সর্বোচ্চ সম্মানের। ২০১৫ ও ২০১৯ আসরে যেটির সেমি থেকেই নতুন করে স্বপ্ন বুনতে হয়েছিল তাকে। তবে সর্বশেষ আসর ছিল সবচেয়ে বড় সুযোগ। দলও গিয়েছিল একদম দ্বারপ্রান্তে। ‘আমি সবসময় ৫০ ওভারের বিশ্বকাপ দেখে বড় হয়েছি, এবং আমার কাছে সেটাই ছিল চূড়ান্ত পুরস্কার। আমরা সেই বিশ্বকাপের জন্যই এত বছর কাজ করেছি... এবং এটা হতাশাজনক, তাই নয় কি? আপনি যদি এমন কিছুর মধ্যে দিয়ে না যান, এবং আপনি যেটা চাচ্ছিলেন সেটা না পান, এতদিন ধরে যেটির স্বপ্ন দেখছিলেন, আপনি তখন আশাহত হয়ে পড়েন, এবং মাঝে মাঝে হতাশাগ্রস্তও হয়ে পড়েন।’