র্যাঙ্কিংয়ে মিরাজ-নাঈমের সঙ্গে এগিয়েছেন শরিফুলও
সিলেট টেস্টে ঐতিহাসিক জয়ের পর বাংলাদেশের সামনে ছিল আরও একটি ইতিহাস গড়ার সুযোগ। সেটির অনেকটা কাছে গেলেও শেষ পর্যন্ত ঢাকা টেস্টে কিউইদের কাছে হেরেছে ৪ উইকেটে। পুরো সিরিজের দুই উইকেতেই স্পিনাররা দেখিয়েছেন দাপট। যার ফল পেলেন মাঠের বাইরেও।
সিরিজের প্রথম টেস্টে শান্তদের হয়ে বোলিং ভাগের গুরুদায়িত্ব পালন করেছিলেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। পরে ঢাকায় এসে সফলতায় এগোলো এক ডানহাতি, মেহেদী হাসান মিরাজ। দুই ইনিংসে ৬ উইকেট নেওয়া এই স্পিনার বর্তমানে টেস্ট বোলিং র্যাঙ্কিংয়ে আছেন ২১তম অবস্থানে। আজ (বুধবার) আইসিসির প্রকাশিত র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদে মিরাজ এগিয়েছেন দুই ধাপ।
আরেক ডানহাতি স্পিনার নাঈম হাসানও দেখেছেন উন্নতির মুখ। পাঁচ ধাপ এগিয়ে বর্তমানে তার অবস্থান ৪৪তম স্থানে। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে কোনো উইকেট না পেলেও প্রথম ইনিংসে নিয়েছিলেন গুরুত্বপূর্ণ দুটি উইকেট।
বোলারদের মধ্যে র্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় লাফ মেরেছেন পেসার শরিফুল ইসলাম। সিরিজের দুই ম্যাচে একমাত্র পেসার হিসেবে তিনিই ছিলেন একাদশে। দ্বিতীয় টেস্টের দুই ইনিংসে তিন উইকেট পাওয়া এই বাঁহাতি পেসার এগিয়েছেন নয় ধাপ। বর্তমানে ৫৮তম স্থানে আছেন তিনি।
প্রথম টেস্টে ১০ উইকেট পাওয়া তাইজুল উঠে এসেছিলেন র্যাঙ্কিংয়ের ১৪-তে। দ্বিতীয় টেস্টেও দুই ইনিংস মিলিয়ে নেন ৫ উইকেট। তবে র্যাঙ্কিংয়ে আসেনি কোনো পরিবর্তন, বহাল আছেন একই স্থানে।