জার্মানিতেও ফ্লিকের উত্তরসূরি নাগেলসমান

জার্মানিতেও ফ্লিকের উত্তরসূরি নাগেলসমান

কোচিং ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো হানসি ফ্লিকের জায়গা নিলেন ইউলিয়ান নাগেলসমান। ২০২১ সালে বায়ার্ন মিউনিখের দায়িত্ব ছেড়ে জার্মান জাতীয় দলের কোচ হন ফ্লিক। লাইপজিগ থেকে তখন বায়ার্নের ডাগআউটে আসেন নাগেলসমান। এবার জার্মানির কোচ হিসেবেও ফ্লিকের স্থলাভিষিক্ত হলেন তিনি।

নাগেলসমানকে কোচ হিসেবে নিয়োগের বিষয়টি নিশ্চিত করে জার্মান ফুটবল ফেডারেশনের ক্রীড়া পরিচালক রুডি ভোলার বলেন, ‘কোচ অনুসন্ধান শুরুর সময় থেকেই ইউলিয়ান নাগেলসমান জাতীয় দলের কোচ হিসাবে আমাদের পছন্দের প্রার্থী ছিলেন। নাগেলসমান শুধু একজন অসাধারণ ফুটবল বিশেষজ্ঞই নন, ইতিমধ্যেই তিনি প্রমাণ করেছেন যে তিনি একটি দল এবং সামগ্রিক পরিবেশকে অনুপ্রাণিত করতে পারেন।’

দায়িত্ব নিয়েই আগামী বছর জার্মানিতে অনুষ্ঠিতব্য ইউরো নিয়ে নিজের ভাবনার কথা জানান নাগেলসমান, ‘আমাদের দেশে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ আছে। এটি বিশেষ কিছু - কয়েক দশক পরপর এমন উপলক্ষ্য আসে।’ আপাতত আগামী বছরের জুলাই তথা ইউরো পর্যন্ত চুক্তিতে নাগেলসমানকে নিয়োগ দিয়েছে জার্মানি।

এ মাসের শুরুর দিকে জার্মানির কোচের চাকরি হারান ফ্লিক। তার অধীনে ১৭ ম্যাচ খেলে মোটে ৪ ম্যাচে জয় পায় জার্মানরা। সর্বশেষ চলতি মাসে জাপানের কাছে প্রীতি ম্যাচে ৪-১ গোলে জার্মানি হেরে যাওয়ার পর ফ্লিককে বরখাস্ত করে জার্মান ফুটবল ফেডারেশন। ওদিকে গত মার্চে বায়ার্ন থেকে বরখাস্ত হওয়ার পর বেকার ছিলেন নাগেলসমান।

সম্পর্কিত খবর