বন্যার্তদের নিয়ে যা বললেন মাশরাফি
ভয়াবহ বন্যার কবলে পড়েছে দেশের পূর্বাঞ্চল। ফেনী, নোয়াখালী, কুমিল্লাসহ দেশের ১২ জেলা এখন পানিবন্দি, লাখো মানুষ আটকা পড়েছেন। এসব অঞ্চলে দেখা দিচ্ছে মানবিক বিপর্যয়ও।
এমন পরিস্থিতি ছুঁয়ে গেছে ক্রিকেটারদেরও। গতকাল তাওহীদ হৃদয়, শরিফুল ইসলাম আর নুরুল হাসান সোহানরা ফেসবুক পোস্টে বিষয়টা নিয়ে উদ্বেগ জানিয়েছিলেন। এবার মাশরাফি বিন মুর্তজা জানালেন তার মনের কথা।
তিনি নিজের ফেসবুক পাতায় লিখেছেন, ‘ভয়াবহ বন্যায় আক্রান্ত ফেনী, নোয়াখালী, কুমিল্লা, পার্বত্য চট্টগ্রামের বেশ কিছু অঞ্চলসহ গোটা দেশ। মানবেতর জীবন পার করছে লাখো মানুষ। মহান আল্লাহ'র কাছে প্রার্থনা করি এই বিপদ থেকে আমরা যেন দ্রুত পরিত্রাণ পাই।’
মাশরাফি এই পোস্ট করেছেন বাংলাদেশ সময় ভোর রাতের দিকে। বন্যা ভয়াবহ রূপ ধারণের প্রায় ২ দিন পর এই পোস্ট করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। যার ফলে ফলোয়ারদের গঞ্জনা কম সইতে হচ্ছে না তাকে। কমেন্ট বক্সে তাকে ধুয়ে দিচ্ছেন অনেক নেটিজেনই।
এর আগে বৈষম্য বিরোধী আন্দোলনে তার নিশ্চুপ থাকা নিয়েও অনেক সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাকে। এ আন্দোলন পরে সরকার বিরোধী রূপ নেয়, এবং আওয়ামী লীগ সরকারের পতন হয় গত ৫ আগস্ট। এরপর থেকে তিনিও আর সব আওয়ামী লীগের সংসদ সদস্যদের মতোই আছেন গা ঢাকা দিয়ে।