প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আজাদ মজুমদারকে বিএসপিএ-র অভিনন্দন

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০৮:৪৬ পিএম | ২৩ আগস্ট, ২০২৪

বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)-এর সদস্য আজাদ মজুমদার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ডেপুটি প্রেস সেক্রেটারি হিসেবে নিয়োগ পাওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছে বিএসপিএ।

বিএসপিএ সদস্য আজাদ মজুমদার ১৯৯৭ সালে দৈনিক বাংলাবাজার পত্রিকায় ক্রীড়া সাংবাদিক হিসেবে ক্যারিয়ার শুরু করেন। এরপর এএফপি, রয়টার্স, প্রথম আলো ও দৈনিক মানবজমিন পত্রিকায় সুনামের সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ নিউএজের যুগ্ম বার্তা সম্পাদক হিসেবে কাজ করছিলেন আজাদ মজুমদার। পাশাপাশি তিনি স্প্যানিশ সংবাদ মাধ্যম ইএফই বাংলাদেশ প্রতিনিধি, ওয়াশিংটন পোস্টে বাংলাদেশ প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করেন।

প্রধান উপদেষ্টার নবনিযুক্ত ডেপুটি প্রেস সচিব আজাদ মজুমদার সাফল্য কামনা করছে বিএসপিএ।

উল্লেখ্য, বিএসপিএ’র আরেক সদস্য শফিকুল আলম প্রধান উপদেষ্টার প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

খেলার দুনিয়া | ফলো করুন :