বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙতে দেখে দুঃখ পেয়েছেন শেখ আসলাম

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙতে দেখে দুঃখ পেয়েছেন শেখ আসলাম

গতকাল ছাত্র-জনতার আন্দোলনের তোপের মুখে প্রধানমন্ত্রীর পদ ও দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। তার বিদায়ের পর দেশজুড়ে চলছে আনন্দ মিছিল। এই আনন্দ মিছিলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙা হয়েছে বেশ কিছু জায়গায়। যা দেখে ব্যথিত হয়েছেন সাবেক বাংলাদেশী ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম।

কোটা আন্দোলন থেকে শুরু করে সরকার পতন, পুরো প্রক্রিয়াটাই আওয়ামী লীগ এড়িয়ে যেতে পারত। সেটা পারেনি বলে হাসিনার রাজনৈতিক বিচক্ষণতা নিয়ে এখন প্রশ্ন তুলছেন আসলাম। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম সংবাদ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এই রক্তবর্ষণ, প্রাণঝরা দেখতে ভালো লাগে না কারওরই।

অনেক শান্তিপূর্ণ উপায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতেই পারতেন হাসিনা। সে-ই করলেন, কিন্তু অনেক দেরি হয়ে গেল। হাসিনার রাজনৈতিক বিচক্ষণতা নিয়েই এখন প্রশ্ন উঠে গিয়েছে।’

হাসিনার পতনের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার হিড়িক পড়ে গেছে যেন। বিজয় সরণীর ভাস্কর্য গত রাতেই ভেঙে দিয়েছে একদল মানুষ। এ বিষয়টি নিয়ে আসলাম বলেন, ‘অত্যন্ত দুঃখজনক দৃশ্য। যাঁর জন্য আজকের এই স্বাধীনতা, তাঁর মূর্তিই এভাবে আঘাতের পরে আঘাত করে ভেঙে ফেলা হল? হাজার হোক ফাদার অফ নেশন। যাঁকে যে সম্মান দেওয়ার দরকার, এই জাতি তাঁকে সেই সম্মান দেয়নি। অত্যন্ত বেদনাদায়ক দৃশ্য।’

হাসিনা সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখিয়ে নিজেই তা ভেঙেছেন, অভিমত আসলামের। তিনি বলেন, ‘হাসিনা এক সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিলেন। আমরাও স্বপ্ন দেখছিলাম। সেই স্বপ্ন নিজেই ভেঙে দিয়ে চলে গেলেন। এরকম একটা দিন যে আসবে কোনও দিন ভাবিনি।’

সম্পর্কিত খবর