আইপিএলের ব্র্যান্ড ভ্যালু ১,১৭,৭৩৩ কোটি টাকা, সবচেয়ে দামি মুম্বাই

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৯:১০ পিএম | ১৩ ডিসেম্বর, ২০২৩

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) দিয়েই শুরু হয়েছিল ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেটের মহোৎসব। ২০০৮ সালে ক্রিকেটের চেহারা বদলে দেয়া এই টুর্নামেন্টের প্রথম আসর মাঠে গড়ায়। আর তখন থেকেই ক্রিকেটপ্রেমীরা গোগ্রাসে পান করেন টি-টোয়েন্টির সুধা। যার ফলে ব্র্যান্ড হিসেবে আইপিএলের মূল্য বেড়েছে তরতর করে। বড়সড় ব্র্যান্ডগুলোর মূল্য নিয়ে গবেষণা করা প্রতিষ্ঠান ব্র্যান্ড ফাইন্যান্সের নতুন প্রতিবেদনে আইপিএলের ব্র্যান্ড ভ্যালু ধরা হয়েছে ১০.৭ বিলিয়ন ডলার বা ১ লাখ ১৭ হাজার ৭৩৩ কোটি টাকা।

প্রতিবেদনে জানা গেছে, ২০০৮ সাল থেকে এখন পর্যন্ত ৪৩৩ শতাংশ ব্র্যান্ড ভ্যালু বেড়েছে আইপিএলের। আর গত এক বছরে এই বৃদ্ধির হার ২৮ শতাংশ।

শুধু আইপিএলই নয়, এই টুর্নামেন্টে অংশ নেয়া দলগুলোও একেকটা মেগাব্র্যান্ড। তাই দলগুলোর ব্র্যান্ড ভ্যালু নিয়েও গবেষণা করেছে ব্র্যান্ড ফাইন্যান্স। তাদের তালিকা অনুযায়ী আইপিএলের দলগুলোর মধ্যে ব্র্যান্ড ভ্যালুর দিক দিয়ে সবার চেয়ে এগিয়ে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। রোহিত শর্মার নেতৃত্বে আইপিএলে খেলা মুম্বাইয়ের বর্তমান ব্র্যান্ড ভ্যালু ৮৭ মিলিয়ন ডলার বা ৯৫৭ কোটি ২৭ লাখ টাকা।

ব্র্যান্ড ভ্যালুর দিক দিয়ে মুম্বাইয়ের পরেই এসেছে টুর্নামেন্টের ইতিহাসের অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংস। মহেন্দ্র সিং ধোনির দল চেন্নাইয়ের ব্র্যান্ড ভ্যালু ৮১ মিলিয়ন ডলার বা ৮৭৮ কোটি টাকা।

ব্র্যান্ড ভ্যালুর দিক দিয়ে মুম্বাই চেন্নাইয়ের পরেই রয়েছে শাহরুখ খান-জুহি চাওলার কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই দুটি ক্লাবের বাজারমূল্য যথাক্রমে ৭৮.৬ ও ৬৯.৮ মিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় কলকাতার ব্র্যান্ড ভ্যালু ৭৮৬ কোটি আর বেঙ্গালুরুর ৭৬৮ কোটি টাকা।

এই তালিকায় বড় চমক দেখিয়েছে গুজরাট টাইটান্স। ২০২২ সালে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে আইপিএল জেতা গুজরাট এখন ব্র্যান্ড ভ্যালুর দিক দিয়ে পাঁচ নম্বরে অবস্থান করছে। গত বছর আট নম্বরে থাকা গুজরাটের এই বছর ব্র্যান্ড ভ্যালু বেড়েছে ৩৮ শতাংশ।

আইপিএলের মাঠে বিপুল দর্শক উপস্থিতি, টেলিভিশন দর্শক, সামাজিক যোগাযোগমাধ্যমে আইপিএল নিয়ে উন্মাদনার ফলে টুর্নামেন্ট এবং দলগুলোর ব্র্যান্ড ভ্যালু বেড়েছে বলে প্রতিবেদন উল্লেখ করেছে ব্র্যান্ড ফাইন্যান্স।

উল্লেখ্য, ১৯ ডিসেম্বর দুবাইয়ে বসবে আইপিলের পরবর্তী আসরের নিলাম। আগামী ২৩ মার্চ থেকে ২৯ মে পর্যন্ত দুবাইয়ে চলবে আইপিএলের ১৭তম সংস্করণ।

খেলার দুনিয়া | ফলো করুন :