রিশাদের তাণ্ডবে বাংলাদেশের পুঁজি ৩৩৪

রিশাদের তাণ্ডবে বাংলাদেশের পুঁজি ৩৩৪

নামটা দেখে খানিকটা ভিড়মি খেয়ে যেতে পারেন বৈকি! রিশাদ হোসেন তাণ্ডব চালালে তো বাংলাদেশের সামনে ‘লক্ষ্য’ পড়ার কথা কম রানের, ‘বেশি রানের পুঁজি’ নয়। কিন্তু না, রিশাদ ব্যাট হাতেই চালিয়েছেন এ তাণ্ডব। তাতে ভর করেই একমাত্র প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ পেয়ে গেছে ৩৩৪ রানের বিশাল পুঁজি।

নিউজিল্যান্ড একাদশের বিরুদ্ধে বাংলাদেশের শুরুটা হয়েছিল ভালো। ৪৭ রানের ওপেনিং জুটি, তাতে এনামুল হক বিজয়েরই রান ২৬ বলে ৩৩। এরপর তিনে নামা সৌম্যকে সঙ্গে নিয়ে তানজিদ গড়েন ১০১ রানের জুটি। 

বিশ্বকাপ থেকে বাংলাদেশের প্রধান সমস্যা, টপ অর্ডারের কেউ ইনিংস লম্বা করতেই পারছেন না। নিউজিল্যান্ড একাদশের বিরুদ্ধেও সমস্যাটা রইল বাংলাদেশের। তানজিদ ফেরেন ৫৮ রানে, এরপর সৌম্য আউট হয়েছেন ৫৯ রান করে।

এরপর উইকেটে আসা তাওহীদ হৃদয় ও আফিফ হোসেন তালটা ধরতে ব্যর্থ হন, বাংলাদেশ বিপদেই পড়ে যায়। রিশাদের কীর্তির শুরু এরপরই। শুরুতে অবশ্য তার ওপাশে ছিলেন লিটন দাস। রিশাদকে খুব বেশি আক্রমণ করতে দেখা যায়নি তাই। লিটন যখন ফিফটির পর আউট হলেন, রিশাদ রুদ্রমূর্তি ধারণ করলেন এরপরই। 

৩৯তম ওভারে লিটন যখন আউট হচ্ছেন, তখন রিশাদের রান ২২ বলে ২৪। লিটনের বিদায়ের পর ওপাশে সঙ্গীর আসা যাওয়া দেখেছেন তিনি। সঙ্গে সঙ্গে ব্যাটিংয়ের মেজাজটাও পরিবর্তন করে ফেলেন তিনি। পরের ৩২ বলে তুলেছেন ৬৩ রান। ইনিংস যখন শেষ করছেন, তার  নামের পাশে যোগ হয়ে গেছে ৮৭ রান, যা তিনি সাজিয়েছেন ১১ চার আর ৪টি ছয়ে। বাংলাদেশও পেয়ে যায় ৩৩৪ রানের বড় সংগ্রহ।

সম্পর্কিত খবর