নিউজিল্যান্ডে সফলতার রহস্য জানালেন রিশাদ
নিউজিল্যান্ডের কন্ডিশনটা বরাবরই বাংলাদেশের জন্য বেশ কঠিন। মানিয়ে নিতেই সময় লেগে যায় বেশ। সেখানে বাংলাদেশ এবার সফর করবেই মোটে সপ্তাহ দুয়েকের জন্য। কাজটা তাই এবার বেশ কঠিনই।
তবে তাসমান সাগরপাড়ে যেন ভালোই মানিয়ে নিয়েছেন বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন। ট্যুরের একমাত্র ওয়ানডে প্রস্তুতি ম্যাচে ব্যাটে বলে পারফর্ম করেছেন তিনি, বাংলাদেশকে এনে দিয়েছেন জয়।
নিউজিল্যান্ডের এমন কঠিন কন্ডিশনে কিভাবে সফল হয়েছেন, সেটা ম্যাচশেষে এক ভিডিওবার্তায় জানিয়েছেন রিশাদ।
তার অভিমত, পরিস্থিতিটা মোটেও অনুকূলে ছিল না দলের। তবে খেলার সময় সে ভাবনা একপাশেই রেখেছিলেন তিনি। তার কথা, ‘প্রথমত ঠান্ডা কন্ডিশন, আমরা দুই-তিন দিন আগে এসে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি। প্রস্তুতি ম্যাচ যখন শুরু করেছি তখন চিন্তা ছিল যে, আবহাওয়া অনেক ঠান্ডা এসব মাথায় ছিল না। চেষ্টা করছি যে, মানিয়ে নেওয়ার জন্য।’
ঘরোয়া ক্রিকেটে তার ভূমিকাটা থাকে বোলারের। ব্যাট করার সুযোগ পান সামান্যই। আজ সুযোগ পেয়েই খেলেছেন দারুণ এক ইনিংস। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেকদিন পর দীর্ঘ সময় ব্যাটিং করার সুযোগ পেয়েছি। চেষ্টা করেছি উইকেটে থেকে রান করার।’
এরপর বল হাতেও দলকে দারুণভাবে সাহায্য করেছেন রিশাদ। সেখানে কী পরিকল্পনা ছিল তার? তিনি বলেন, ‘ঠান্ডা কন্ডিশন তো চেষ্টা করেছি সবসময় নিজেকে গরম রাখার। যখন তখন বোলিং করতে হবে সেটা মাথায় ছিল। সবকিছু মিলিয়ে প্রস্তুত ছিলাম। ঠান্ডার কারণে একটু অস্বস্তি অনুভব হয়েছিল কিন্তু সবকিছু ঠিক আছে।’