আইসিসির নতুন প্রযুক্তি ‘স্টপ ক্লক’ যেভাবে কাজ করবে
টাইম ওয়েস্টিং বা ইচ্ছে করে সময় নষ্ট করা। ফুটবলে এই বিষয়টা ঠেকাতে রেফারিরা খেলোয়াড়দের কার্ড দেখান, কখনো কখনো খেলার নির্ধারিত সময়ের মধ্যে সে নষ্ট করা সময়টা চতুর্থ রেফারি অতিরিক্ত সময়ে জুড়ে দেন। এভাবেই টাইম ওয়েস্টিং ইস্যু মোকাবিলা করছে ফুটবল।
কিন্তু ক্রিকেটে এই টাইম ওয়েস্টিংয়ের সমস্যা প্রকট হয়ে উঠলেও আইসিসির বিষয়টি সামাল দিতে বেশ বেগ পেতে হচ্ছে। স্লো ওভার রেটের কারণে অধিনায়কদের এবং কখনো কখনো পুরো দলকে শাস্তি বা জরিমানা দিয়েও কাজ হচ্ছে না। এরপর নির্ধারিত সময়ের মধ্যে বোলিং ইনিংস শেষ না করতে পারলে ম্যাচের মধ্যেই শাস্তির ব্যবস্থা করে তারা। বোলিং ইনিংসের নির্ধারিত সময় পেরিয়ে গেলে ৩০ গজ বৃত্তের বাইরে চারজনের বেশি ফিল্ডার রাখতে পারে না ফিল্ডিং সাইড।
কিন্তু এরপরও সমস্যার অন্ত নেই। সাদা বলের দুই ফরম্যাট ওয়ানডে এবং টি-টোয়েন্টির রোমাঞ্চ ধরে রাখতে এবার তাই আইসিসি নিয়ে এসেছে নতুন প্রযুক্তি। আইসিসির ছেলেদের ওয়ানডে এবং টি-টোয়েন্টির প্লেয়িং কন্ডিশনে টাইম ওয়েস্টিং নিয়ে ৪১.৯ ধারার ৪১.৯ ৪ উপধারায় যুক্ত নতুন এই প্রযুক্তির নাম ‘স্টপ ক্লক’। দুই ওভারের মধ্যে সময়ক্ষেপণ এড়াতে নতুন এই প্রযুক্তি নিয়ে আসছে আইসিসি। ওয়ানডে বা টি-টোয়েন্টিতয়ে কোনো একটি ওভার শেষ হওয়ার সঙ্গে সঙ্গে স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে ভেসে উঠবে ইলেকট্রনিক ঘড়ি। ৬০ থেকে ১ সেকেন্ড পর্যন্ত গণনা করা হবে সেই ঘড়িতে। সে ঘড়ি চালু বা বন্ধ করার দায়িত্বে থাকবেন তৃতীয় আম্পায়ার।
যদি একটি ওভার শেষ হওয়ার ৬০ সেকেন্ডের মধ্যে পরের ওভার না শুরু করতে পারে বোলিং দল, তাহলে শাস্তির মুখোমুখি হতে তাদের।
এক্ষেত্রে কিছু ব্যতিক্রম রয়েছে। ওভারের শেষ বলে যদি কোনো ব্যাটার আউট হয়ে যান এবং ক্রিজে নতুন ব্যাটার আসে, যদি ওভারের শেষে আম্পায়াররা ড্রিঙ্কস ব্রেক কল করেন, যদি ওভার শেষে আম্পায়ারদের অনুমতিক্রমে কোনো খেলোয়াড়ের শুশ্রূষা চলতে থাকে বা ফিল্ডিং সাইডের আয়ত্তের বাইরে থাকা কোনো কারণে যদিও পরের ওভার শুরু করতে দেরী হয়, সেক্ষেত্রে স্টপ ক্লক প্রযুক্তি প্রযোজ্য হবে না।
কোনো ফিল্ডিং সাইড যদি নির্ধারিত ৬০ সেকেন্ডের মধ্যে পরের ওভার শুরু করতে না পারে, সেক্ষেত্রে তাদের দুইবার আম্পায়াররা সতর্ক করবেন, এরপরও এই নিয়ম ভঙ্গ হলে ফিল্ডিং সাইডকে পাঁচ রান জরিমানা করা হবে।
আর যদি ব্যাটারদের কারণে ফিল্ডিং সাইডের ওভার শুরু করতে দেরি হয়, তাহলে আম্পায়াররা ব্যাটারদের টাইম ওয়েস্টিং সংক্রান্ত আইন প্রয়োগ করবেন।
গত ১২ ডিসেম্বর ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড পাঁচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ দিয়ে শুরু হয়েছে স্টপ ক্লকের প্রচলন। আগামী ছয় মাসে সাদা বলের ৫৯টি ম্যাচে পরীক্ষামূলকভাবে স্টপ ক্লক চালানো হবে বলে আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে।