কিডনি রোগে আক্রান্ত গ্রিন হতে চান অনুপ্রেরণার নাম
দুঃখ করো না, বাঁচো, প্রাণ ভ’রে বাঁচো।
বাঁচার আনন্দে বাঁচো।-
জীবনের এই ধ্রুব সত্যটা মেনে নিয়েছেন ক্যামিরুন গ্রিন। বুঝে গেছেন মায়ায় জড়ানো এই পৃথিবীর সবকিছু ছেড়ে একদিন তাকেও যেতে হবে। যেমনি করে সবাই যায়। তাই যতক্ষণ বেঁচে থাকা- মৃত্যুর কথা ভুলে প্রাণ ভরে বাঁচাটাই তো শ্রেয়। গ্রিনের মনোযোগ আপাতত সেদিকেই। মৃত্যুর কথা ভুলে ভালোবাসার ক্রিকেটটাকে অবলম্বন করে এগিয়ে যাচ্ছেন এই অজি ক্রিকেটার।
গ্রিনের কথা বলতে গিয়ে মৃত্যুকে টেনে আনার কারণ অবশ্য আছে। মাঠে সদা হাস্যোজ্জ্বল চির তরুণ গ্রিন; পার্থ টেস্টের আগে প্রকাশ্যে এনেছেন কী কঠিন রোগ সঙ্গে বয়ে বেড়াচ্ছেন তিনি। প্রাণ খুলে কথা বলেছেন, যে কথা হয়নি বলা পাশে বসে থাকা নিজ সতীর্থকেও। বুঝতে দেননি কি কঠিন রোগ বাসা বেধেছে তার ভেতর। মাঝে মধ্যেই খেলতে গিয়ে অস্বস্তিতেও পড়তে হয় তাকে। তবে সেটা মেনে নিয়েই এগিয়ে চলছেন গ্রিন। এ যুদ্ধে মৃত্যু নিশ্চিত জেনেও লড়াইটা চালিয়ে যাচ্ছেন। লড়াই করছেন ঠিক জন্মের পর থেকেই।
গ্রিন বলেন ‘আমার জন্মের সময় মা–বাবাকে জানানো হয়েছিল, আমি কিডনি রোগে আক্রান্ত। খুব বেশি হলে ১২ বছর বাঁচতে পারি।’
সেই গ্রিন এখন ২৪ এ পা দিয়েছেন। দেশের হয়ে উঁচিয়ে ধরেছেন বিশ্বকাপ ট্রফি। হয়েছেন আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার। জীবনের এই কঠিন খেলায় হারিয়ে যাচ্ছেন কিডনি রোগের মতো কঠিন রোগকে।
কিডনির বর্তমান অবস্থা নিয়ে গ্রিন বলেন, ‘বর্তমানে আমার কিডনি ৬০ শতাংশের মতো সচল আছে। এর জন্য নিজেকে ভাগ্যবান মনে করি। কারণ, দীর্ঘস্থায়ী কিডনি রোগের পরও শারীরিকভাবে তেমন সমস্যা হচ্ছে না যতটা অন্যদের হয়।’
তবে মাঝে মধ্যে খেলার সময় যে সমস্যাটা উপলব্ধি করতে পারেন সেটাও জানান গ্রিন, ‘মাঝেমধ্যে শরীরে টান লাগে। তখন এটা উপলব্ধি করতে পারি। এখানে অবশ্য আমার তেমন কিছু করারও নেই। কিডনি নষ্ট হতে থাকলে কখনো সেরে ওঠে না। কেবল নষ্ট হওয়ার গতি কমানো যায়। একটা সময় খেলতে নামলেই মনে হতো আমি যথেষ্ট পানি পান করিনি, যথেষ্ট খাওয়াদাওয়া করিনি, নিজের প্রতি যত্নশীল হননি। তবে এখন তেমনটা হয় না।’
দীর্ঘ সময় এই কঠিন রোগের কথা কাউকে না বললেও এখন সামনে এনেছেন গ্রিন। জানিয়েছেন, তাকে যেন অনুপ্রেরণা হিসেবে মেনে জীবন সংগ্রাম চালিয়ে যান সকলে।
সত্যিই তাই, জীবন যুদ্ধে হার না মানার যেই সহাসী গল্প লিখেছেন গ্রিন। তাতে তাকে অনুপ্রেরণা হিসেবে না মেনে আর উপায় কি। সঙ্গে এই প্রত্যাশাটাও থাকুক; দীর্ঘজীবী হোন গ্রিন। সবুজে ছেয়ে যাক আপনার চারপাশ।