ফাইনালে ওঠার লড়াইয়ে ভারতের সামনে বাংলাদেশ
অ-১৯ এশিয়া কাপে বাংলাদেশের সময়টা ভালোই কেটেছে। গ্রুপ পর্বে সংযুক্ত আরব আমিরাত আর জাপানের বিপক্ষে দাপুটে জয়ে শুরু, এরপর শেষ ম্যাচে শ্রীলঙ্কাকেও হারালো ৬ উইকেটের বড় ব্যবধানে; যে কারণে বি গ্রুপ থেকে শীর্ষ দল হিসেবেই শেষ চারে চলে এসেছে বাংলাদেশ।
তবে এবার পরীক্ষাটা অনেক বড়। ভারতের সামনে পড়েছে বাংলাদেশ। আজ দুবাইয়ের আইসিসি একাডেমি ওভালের ২ নম্বর মাঠে বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায় মুখোমুখি হবে দুই দল।
বাংলাদেশ দল আছেও বেশ ফর্মে, সেটা দল হিসেবে হোক কিংবা খেলোয়াড়রা ব্যক্তিগতভাবে। অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি নেতৃত্ব দিচ্ছেন বেশ, বোলিংয়ে নিজেকে ব্যবহারটা করছেন ভালোভাবে।
লেগ স্পিনার ওয়াসি সিদ্দিকি আগের ম্যাচেও দারুণ বল করেছেন লঙ্কানদের বিপক্ষে। আশিকুর রহমান শিবলি আছেন দারুণ ছন্দে, গ্রুপ পর্ব শেষে তার গড়টা ২৪২! এমন ছন্দ নিয়ে ভারত বাঁধাটাও নিশ্চয়ই জয় করে ফেলতে চাইবে বাংলাদেশ!
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সম্ভাব্য একাদশ-
মাহফুজুর রহমান রাব্বী (অধিনায়ক), জিশান আলম, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আরিফুল ইসলাম, শিহাব জেমস, আহরার আমিন, শেখ পারভেজ জীবন, আশিকুর রহমান শিবলী, রোহানাত বর্ষণ, ওয়াসি সিদ্দিকি ও মারুফ মৃধা।