ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয় জয় উইন্ডিজের

ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয় জয় উইন্ডিজের

ইংল্যান্ডকে হারিয়ে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে টানা দ্বিতীয় জয় তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজের জাতীয় স্টেডিয়াম সেন্ট জর্জে আগে ব্যাট করে ৭ উইকেট খরচায় স্কোরবোর্ডে ১৭৬ রান জমা করে স্বাগতিকরা। জবাব দিতে নেমে ৭ উইকেট খরচায় ১৬৬ রানের বেশি করতে পারেনি ইংল্যান্ড। ৫২ বলে ৮২ রানের অপরাজিত ইনিংস খেলে ওয়েস্ট ইন্ডিজের জয়ের নায়ক ব্র্যান্ডন কিং।

সিরিজে ঘুরে দাঁড়ানোর ম্যাচে টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠায় ইংল্যান্ড। বল হাতে ইংল্যান্ডের শুরুটাও হয় দুর্দান্ত। ৫৪ রানে উইন্ডিজের চার উইকেট তুলে নেয় ইংল্যান্ড। তবে এরপর ঘুরে দাঁড়ায় রোভম্যান পাওয়েলের দল। উইকেটে এসে ব্র্যান্ডন কিংকে সঙ্গ দেন তিনি।

প্রথমে সতর্ক থাকলেও সময়ের সঙ্গে আগ্রাসী হয়ে উঠেন পাওয়েল। ২৮ বলে ফিফটি করে আউট হওয়ার আগে দলকে শক্ত অবস্থানে রেখে আসেন তিনি। পাওয়েল ফিরলে দায়িত্ব নেন কিং। দ্রুত ব্যাট চালান। ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৮২ রানে। তার ওই ইনিংসেই লড়াই করার মতো পুঁজি পায় ক্যারিবীয়রা।

জবাব দিতে নেমে শুরুতে রয়েসয়ে ব্যাট চালাতে গিয়ে রান ব্যবধান বাড়িয়ে ফেলে ইংলিশরা। তবে পরে উইন্ডিজ ব্যাটারদের ওপর চড়াও হয়েছিলেন স্যাম কুরান। স্বপ্ন দেখাচ্ছিলেন ম্যাচ জয়ের। তবে অপর প্রান্তের ব্যাটারা বল নষ্ট করে রান ব্যবধান বাড়িয়ে তুলছিল। এরপর কুরান ৩২ বলে ৫০ রানে ফিরলে বেশ চাপে পড়ে যায় ইংল্যান্ড। শেষ দিকে মঈন আলী ১৩ বলে ২২ রানে অপরাজিত থাকলেও শেষ পর্যন্ত তা জয়ের জন্য যথেষ্ট ছিল না।

সম্পর্কিত খবর