ফাইনালে যেতে বাংলাদেশের চাই ১৮৯

ফাইনালে যেতে বাংলাদেশের চাই ১৮৯

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের বিপক্ষে দুইশ রানও করতে পারেনি ভারত। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে ভারতের ইনিংস থেমেছে ৪২.৪ ওভারে ১৮৮ রানে। বল হাতে একাই চার উইকেট নিয়েছেন মারুফ মৃধা।

এর আগে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের কেবল এক আসরেই ফাইনালে উঠেছিল বাংলাদেশ। ২০১৯ সালের সেই ফাইনালে ভারতের কাছে হেরে শিরোপার স্বপ্ন অধরা থেকে যায় যুবাদের। এবার সেই ভারতকে হারিয়েই ফাইনালে ওঠার হাতছানি বাংলাদেশ যুবাদের সামনে। আর সেটি করতে প্রয়োজন মাত্র ১৮৯ রান। গ্রুপপর্বে তিন ম্যাচের তিনটিতেই জয় পাওয়ায় বাংলাদেশ যুবাদের নিয়ে সেই স্বপ্নই দেখছে সমর্থকরা।

এদিন টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়ে শুরুতেই চেপে ধরে বাংলাদেশি বোলাররা। ৬১ রানেই ৬ উইকেট হারিয়ে বসে ভারত। শঙ্কা জাগে শতরান পেরোনোর আগেই গুটিয়ে যাওয়ার। তবে মুশির-মুরুগানের ফিফটি পেরোনো ইনিংসে শেষ পর্যন্ত লড়াই করার মতো সংগ্রহ পায় বর্তমান চ্যাম্পিয়নরা।

ভারতের হয়ে ৫১ বলে ৫০ রান করেন মুশির খান। অন্যদিকে ৭৪ বলে ৬২ রান আসে মুরুগানের ব্যাট থেকে। এই দুই ব্যাটার ফেরার পর শেষদিকে কিছুটা লড়াই চালান রাজ লিমবানি। তিনি ১১ রানে অপরাজিত থাকলেও অপর প্রান্তে উইকেট তুলে নিরয়ে ১৮৮ রানে ভারতকে গুটিয়ে দেয় বাংলাদেশ। বাংলাদেশি বোলারদের মধ্যে ৪১ রান খরচায় ৪ উইকেট নিয়েছেন মৃধা। দুটি করে উইকেট নিয়েছেন বর্ষণ ও জীবন।

সম্পর্কিত খবর