জামালের দিনে পাকিস্তানের দাপট
পার্থ টেস্টে দ্বিতীয় দিনের শুরুটা নিজের করে নিয়েছিলেন পাকিস্তানের অভিষিক্ত পেসার আমের জামাল। প্রথম দিনে দুই উইকেটের সঙ্গে দ্বিতীয় দিনে আরও ঝুলিতে পুরেন আরও ৪ উইকেট। এতে অস্ট্রেলিয়াকে পাঁচ শর আগে থামাতে পেরেছে পাকিস্তান। সব উইকেট হারিয়ে প্রথম ইনিংসে ৪৮৭ স্কোরবোর্ডে জমা করে অস্ট্রেলিয়া।
দিনের বাকি সময় ব্যাট করে ২ উইকেট হারিয়ে সফরকারীদের সংগ্রহ দাঁড়িয়েছে ১২৪ রান। ৩৫৫ রানে পিছিয়ে পার্থ টেস্টের তৃতীয় দিন শুরু করবে শান মাসুদের দল।
এর আগে প্রথম দিনে টসে জিতে আগে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় অজিরা। ডেভিড ওয়ার্নারের ১৬৪ রানের দুর্দান্ত ইনিংসে ৫ উইকেটে ৩৪৬ রান তোলে স্বাগতিকরা।
দ্বিতীয় দিনে পেসের ধার বাড়ে জামালের। সেঞ্চুরির পথে এগোনো মার্শকে (৯০) ফেরান খুররম শাহজাদ। বাকি চার উইকেট নিজের করে নেন জামাল। ১১১ রান খরচে ৬ উইকেট শিকারে লাল বলে নিজের প্রথম ইনিংস বেশ ভালোভাবেই রাঙিয়ে রাখলেন ডানহাতি এই পেসার। ৪৮৭ রানে থামে প্যাট কামিন্সের দল।
ধীরগতির শুরুর পরও পাকিস্তান এগিয়ে যাচ্ছিল ভালোভাবেই। আসাদ শফিক এবং ইমাম-উল-হকের ৭৪ রানের ওপেনিং জুটি ভাঙেন নাথান লায়ন। ৪২ রানে ফেরেন শফিক।
৩০ রানের বেশি করতে পারেননি নতুন টেস্ট অধিনায়ক শান মাসুদ।
৩৮ রানে ব্যাটিংয়ে থাকা ইমাম এবং ৭ রান নিয়ে তাকে সঙ্গ দেয়া খুররম শেহজাদ শুরু করবেন তৃতীয় দিনের খেলা।